*সমকোণ এর নতুন পাতা*
আমিই সমকোণ,আমিই গরম চা।কোন এক কারনে ওই idর password নিয়ে সমস্যা হয়েছে।তাই এখন থেকে আমি সমকোন হয়েই থাকব সবার মাঝে। বাকিটুকু পড়ুন
আমিই সমকোণ,আমিই গরম চা।কোন এক কারনে ওই idর password নিয়ে সমস্যা হয়েছে।তাই এখন থেকে আমি সমকোন হয়েই থাকব সবার মাঝে। বাকিটুকু পড়ুন
আঁকাবাঁকা পথ ধরে চলে যায় নদী,
পেট ভরে জল নিয়ে যায় নিরবধি।
ছুটে চলে অবিরাম সময়ের মত,
ব্যস্ততা আছে বুঝি তারও কত শত।
বুকভরা আশা নিয়ে ছুটে পথ পানে, ... বাকিটুকু পড়ুন
কলেজের দিনগুলি আসবে না ফিরে,
মন যেন হারিয়ে যায় অতীত আঁধারে।
ক্লাস ফাঁকি দিয়ে ঐ বটের আড়ালে,
জমতো যে আড্ডাটা সাথীরা মিলে।
দু'টাকার চটপটি লাগতো যে বেশ,
আচার কিনতে গেলে টাকা হত শেষ।
স্যারদের সামনে এলে সাধু সাধু ভাব, ... বাকিটুকু পড়ুন
আজিকে একাকি নির্ঘুম রাতি
নেই আকাশে শশী,
চারিদিকে শুধু থমথমে ভাব
কি করিব বসি বসি?
নয়নে মোর আসেনা ঘুম
দুরুদুরু বুক কাঁপে, ... বাকিটুকু পড়ুন
জন্মভূমির সন্তান মোরা অজস্র নর-নারী।
অতি আদরে,মায়া মমতায়,
ফুল ফসলে,গাছের ছায়ায়,
সবুজে শ্যামলে,লতায় পাতায়
রেখেছে জড়ায়ে ধরি, ... বাকিটুকু পড়ুন
আমার এ দেশটারে কত ভালবাসি,
চারপাশে ছড়াল সে সবুজের হাসি।
ষড়ঋতু নানা সাজে আমাদের দেশে,
পরশ বুলিয়ে যায় রঙ্গীণ আবেশে।
অসংখ্য নদনদী এ দেশের বুকে,
দিয়েছে এক অপরূপ নঁকশা এঁকে।
গিরি তার মনব্যাথা সুকরুন সুরে, ... বাকিটুকু পড়ুন
এই বসুধায় এসেছি একাকি
একেলা প্রতিটি ক্ষন,
ছুটে চলেছি প্রত্যেকে মোরা
কে বা আপন জন?
ভঙ্গুর এই ধরার বুকে
কেন এ বিশালতা? ... বাকিটুকু পড়ুন