somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

প্রেম সমাচার

লিখেছেন সূর্য পলাশ, ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০১


সূর্য পলাশ

প্রেম
এক শ্বাশ্বত সুন্দরের নাম
প্রেমের প্রতিদানে প্রেম পেলেও সে সুন্দর,
না পেলেও সে সুন্দর ।
এমন কি প্রেমের প্রতিদানে ঘৃণা পেলেও প্রেম সুন্দর !
প্রেম ঘরেও সুন্দর, প্রেম বাইরেও সুন্দর !
প্রাণেও সুন্দর, জড়েও সুন্দর !
প্রেম ঝরেও সুন্দর, বৃষ্টিতেও সুন্দর!
প্রেম গানেও সুন্দর, শুধু কথাতেও সুন্দর !
প্রেম সুন্দর বাড়ির বাগানে,
প্রেম সুন্দর বাজারের দোকানে !
প্রেম সুন্দর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

কৃষ্ণা রায় ১৪

লিখেছেন সূর্য পলাশ, ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২


সূর্য পলাশ

জঘন্যতা যাই থাক, দমিয়ে রেখো,
মেলে ধরো মুগ্ধতা !
তুমি যদি না হও তেমন,
কাঁদবে আমার কবিতা ! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

কৃষ্ণা রায় (৮০)

লিখেছেন সূর্য পলাশ, ১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৪


সূর্য পলাশ

খাতা তোর পাতায় পাতায়,
কবিতার শব্দ ছন্দ।
খাতা তোর ভাঁজে ভাঁজে,
কামনার তীব্র গন্ধ।

খাতা তোর চোখের মাঝে,
আছে প্রিয় অভিধান।
ও চোখের বক্র চাওয়ায়,
সুরে ডুব দেয় গান।

খাতা তোর মলাট খুলে,
পাতা গুলো উল্টালে।
আমি যে আমার আমি,
সে কথা যাই ভুলে।

খাতা তোর বাঁধাই যেন,
ভালবাসার সুতোতে।
জীবন আমার যায় তো যাক,
চাই না তোকে হারাতে। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

কষ্ট কথন

লিখেছেন সূর্য পলাশ, ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৬


সূর্য পলাশ

কাঙ্ক্ষিত ক্রন্দনে
ঘন হৃদ স্পন্দনে
দিন কেটে যায় তুই থাকিস দূরে,
একাকী আনমনে
সিক্ত দু’ নয়নে
তোর মুখ ভাসে যে ঘুরে ফিরে !

লজ্জিত স্বপ্নরা
তাই এতো মনমরা
হয়ে থাকি সারাক্ষণ চুপচাপ,
অর্জিত কষ্টরা
করেছে সুখ হারা
বুক জুড়ে চাষ করি অনুতাপ !

ভাবনার ভাঁজে ভাঁজে
সারাদিন সব কাজে
রয়ে যায় এ কেমন তোর ছায়া,
ভ্রান্তির... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

স্মৃতি-চারণ ১

লিখেছেন সূর্য পলাশ, ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২


সূর্য পলাশ

হয়তো এখন বিচালি শুকোতে রাস্তায়
গ্রামের বউ-ঝি’রা ব্যস্ত ভীষণ কারেল হাতে !
খুব সীমিত স্বপ্ন বুকে নিয়ে ওরা-
উল্টায় পাল্টায় আর পিঠ পরিবর্তন করে সোনালি বিচালির !
গুণগুণিয়ে দু-এক কলি গান গাইতে না গাইতেই
ভাত পোড়ার গন্ধে ছুটে যায় আমিরন বু,
নিষ্ঠুর স্বপ্ন গুলো বুকের গণ্ডিতেই থাকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

কৃষ্ণা রায়(২)

লিখেছেন সূর্য পলাশ, ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯


সূর্য পলাশ

যদি বলি আমি তোমাকে ভালবাসি-
জানি আমায় হীন মনের মানুষ ভাববে!
মানুষ চিনতে ভুল করেছো এই ভেবে
নিজেকে ভাববে বোকা !

যদি হারাই তোমার এই- নুন্যতম সান্নিধ্যটুকু
যদি আর কুশল বিনিময়, না হয় দুজনায়
রাস্তা-ঘাটে, দোকান-পাটে,
সিরি, করিডোর, খেলার মাঠে,
ঝাল মুরি ঘিরে নয় ক্যান্টিনে,
সন্ধ্যা রাতে স্মৃতিসৌধের সামনে !
অধিকের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

তোর কি?

লিখেছেন সূর্য পলাশ, ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯


সূর্য পলাশ

আমার কলম, আমার খাতা,
আমার চিন্তা, আমার মাথা,
আমার মনের যত কথা,
আমি আমার মতই লিখবো- তোর কি?

আমার আবেগ, আমার বোধ,
আমার হাসি, আমার ক্রোধ,
আমার পাওনা, আমার শোধ,
আমি আমার মতই ভাববো- তোর কি?

আমার ভয়, আমার বিশ্বাস,
আমার সৃষ্টি, আমার বিনাশ,
আমার স্বপ্নই, আমার আবাস,
আমি সেখানটিতেই থাকবো- তোর কি?


রচনা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

কৃষ্ণা রায়

লিখেছেন সূর্য পলাশ, ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭


সূর্য পলাশ

যাও দূরে যাও ততদূর যাও,
যতদূর গেলে আর দৃষ্টি গোচর হবে না তুমি!
চোখ তুললেই চোখে পড়বে না তোমার অস্তিত্ব!
অনেক কথার মাঝেও কিছু বলতে না পারার যন্ত্রণা,
যখন তখন খামচে ধরবে না,
আমার কোমলমতি অনুভূতি গুলো!

কতদিন এভাবে স্বভাবে আমি নাটকীয়তা পুষবো?
প্রতি নিয়তই অদম্যতায় আক্রান্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

তোমাকেই বলছি

লিখেছেন সূর্য পলাশ, ০৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১


সূর্য পলাশ



যদি ছেলে হারা মায়ের বুক ভরা হাহাকার তোমায় স্পর্শ না করে,
তবে জেনে রেখো তুমি হৃদয়হীন !
যদি মানুষের রক্ত দেখে তোমার চোখে আগুন না জ্বলে,
তবে জেনে রেখো তুমি স্বপ্নহীন !

লাশের স্তূপে দাঁড়িয়েও যদি তুমি যেমন- তেমনই থাকো,
তবে জেনে রেখো তুমি জানোয়ার !
যদি মানুষ হত্যার প্রতিবাদ করতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

সময়ের ছড়া

লিখেছেন সূর্য পলাশ, ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০


সূর্য পলাশ

গা ছম ছম,
যায় যায় দম,
হায় হরদম,
এ-রকম,
কি করে মেনে নেয়া যায় ?

বুক ধুকপুক,
খুন টুক-টুক,
যায় প্রাণ শুক,
হিস্... চুপচুপ,
তাতে কি আর চুপ থাকা যায় ?

ভাবতে চাই,
লিখতে চাই,
বলতে চাই,
চলতে চাই,
সে পথে- যে পথে মন চায় !!

রচনা কালঃ ৪/১১/২০১৫ ইং । বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

আবার করবো যুদ্ধ

লিখেছেন সূর্য পলাশ, ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪


সূর্য পলাশ

আবার বাজুক তুর্য
আবার উঠুক সূর্য
বিস্ফোরিত হোক আবার গণ মানুষের ধৈর্য ।।

আবার ছেড়ো শিকল
আবার করো বিকল
অত্যাচারের ঘৃণ্য প্রয়াস হোক আবারো বিফল ।।

আবার জাগুক প্রাণ,
গেয়ে মুক্তির গান
আর একটি মহান নেতা আবার করুক আহ্বান ।।

আবারো হও ক্ষুব্ধ
আবার করবো যুদ্ধ
রক্তে ধুয়ে মানচিত্রটা করবো যে বিশুদ্ধ ।।

৪/১১/২০১৫ ইং বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

আমাদের মতে তোমরা

লিখেছেন সূর্য পলাশ, ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১


সূর্য পলাশ

তোমরা কত নিকৃষ্ট হলে,
আমাদের ছোট মুখেও বড়-বড় কথা আসে !
বলতেই ইচ্ছে হয়,
একটিও দুর্বাক্য নেই কোন অভিধানে-
যা তোমাদের জঘন্যতা আর আমাদের ধিক্কারের দৃঢ়তায়
সামঞ্জস্য হতে পারে !
এতো জঘন্য কোন প্রাণী কোথাও নেই-
যার সাথে বেঁধে দেয়া যায় তোমাদের জন্মগত সম্পর্ক!

তোমরা-তোমরাই ভোট কেন্দ্রকে ভোট বাজার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

একটি গান--শিরোনামঃ গাধার মুলো-ঘোড়ার ডিম

লিখেছেন সূর্য পলাশ, ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫


সূর্য পলাশ

একবার লিখতে মন চায় কবিতা,
আর একবার গাইতে গান ।
বহুধা দেহে বিভক্ত হয়ে,
থাকতো যদি এক প্রাণ !

এক দেহ থাকতো বন্ধুর আড্ডায়,
আরেকটা নদীর তিরে ।
ক্লান্ত হত অন্য দেহ,
পাহাড়, ঝর্ণা ঘুরে ।

কখনো ভালো লাগে যে নীল,
কখনো লাগে লাল ।
‘আজ’ শব্দটা খুব ছোট মনে হয়,
দ্রুতই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

মুক্ত বাজার

লিখেছেন সূর্য পলাশ, ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২১


সূর্য পলাশ

পৃথিবীর বুকে সময় যত ঘনিয়ে আসে
ততই বুঝতে শিখি মুখ ও মুখোশের পার্থক্য
চোখে চোখ পড়তেই স্পষ্ট হয়
প্রতিটি চোখের ভণ্ডামি ।

এখানে যারা চেটে-চুষে, কামড়ে-পিয়ে,
ঘাম খায়, ঘাম পান করে ।
তারাই তার গন্ধটাকে দমিয়ে রাখে
সাময়িক সুগন্ধির নির্মম বিলাসিতায় ।

বাজার এখানে মুক্ত ভীষণ
মূর্খরাই প্রধান ভোক্তা
গুনগত মান নির্ণয়ের বোধ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

একটি গান --শিরোনামঃ সুন্দর জীবন

লিখেছেন সূর্য পলাশ, ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

সূর্য পলাশ

ম্রিয়মাণ জ্যোৎস্নায়
আলতো কুয়াশায়
ক্লান্ত লাগে ভেসে চলা মেঘ
ছুটছে ঠিকি নেই কো তাতে বেগ ।।

কালো আম গাছটায়
বাঁদুরের ঝাঁপটায়
দুলে উঠে সবচে শীর্ষের শাখা
সাথে মিলতে পারে উল্কার দেখা ।।

চুল ওড়া বাতাসে
আর শিউলির সুবাসে
সম্বিৎ ফিরে পায় চাঁদ পানে হারানো মন
ভাবতে ভালো লাগে তাই- কি সুন্দর জীবন ।।


রচনা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬২১০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ