আমাদের প্রতিদিন
নিস্ফলা কর্ষনে কেটে যায় দিন রাত,
শুধু-ই কি দেখবো পদতলে ভুলন্ঠিত মহিমা৷
নিরেট পাথর সন্দেহ প্রবিত মন
শোক প্রসুন বাঙ্গালী অনন্ত মৌন মিছিল
আহ্! কষ্ট নিদারুন৷
আশ্বিনের ঝড় বুকে নিশ্চুপ কৃষক ... বাকিটুকু পড়ুন
প্রিয় বাংলাদেশঃ স্বপ্ন খোর
১.
'বাংলাদেশ' অশ্রু ভাসা চোখ!
সভ্যতা এসে জড়ায় অরণ্যকে;
মানুষ তবুও কি সাহসে স্বপ্ন দেখে! ... বাকিটুকু পড়ুন
২.
চোখে দাবানল- জ্বালি নিত্য স্ব-মেদ সন্ধ্যা
ভীষন আছি বেঁচে অহিংস;
স্বেচ্ছাচারে প্রেমে বিভিন্ন অসুখে
বুকে দাবায়ে অনুদ্ভিন্ন ধ্বংস৷
৩. ... বাকিটুকু পড়ুন
পুড়িঁয়ে পুড়িয়ে বেঁচে থাকার
লোভ- আকন্ঠ মদ্যপ; দুলে-টলে একাকার৷
স্বজনে যাতনে-নাশে নীল সে; অসীম লালসায়
নদীবর্তী মানুষ দেখে তা রঙ্গীন৷ আহা কি কঠিন চক্রান্ত!
অন্ধ গায়েন - দরদী ধলেশ্বরীর পাড়ে অবিভ্রান্ত
গলা ছেড়ে পিরিতির গান গায়
নরম চর বাড়ে ক্রমশ প্রিয় মুখের মতো আদুরে ... বাকিটুকু পড়ুন