কীভাবে লিখব?
ব্লগ ওপেন করার পর ইচ্ছা হলো কিছু লিখি। ইচ্ছাই বা বলি কেন, আমি তো বাধ্যও বটে। বন্ধু আহমাদ মোস্তফা কামাল জানালেন নাটকের বাইরেও যেন কিছু লিখি। সেই ইচ্ছাতেই কয়েকবার বসেছিলাম। শুরুটা করি, কিছুটা ভবি এবং অতঃপর ইলেক্ট্রিসিটি চলে যায়। ট্রেনের আসা যাওয়ার সময় জ্ঞান না থাকলেও ইলেক্ট্রিসিটি মোটেই অমনটা না।... বাকিটুকু পড়ুন

