বরাবর 'আপোষহীন' নেত্রী,
অভিনন্দন!
জাতিকে আজ আপনি অনন্য সম্মানে ভুষিত করলেন। রাষ্ট্রীয় টাকায় PhD ডিগ্রী না কিনে তিন পাতা ইংরাজি প্রবন্ধ বিশ্বখ্যাত টেলর ফ্রান্সিসের স্ট্রাটেজিক এনালাইসিস জার্নালে প্রকাশ করে ভারত-বাংলাদেশ সম্পর্কের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে খুব সুন্দর ও গঠনমূলক কিছু পয়েন্ট তুলে ধরেছেন। সীমান্তে হত্যা বিষয়ের সাথে আতঙ্কবাদ ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে এত নরম ভাষায় এত সুন্দর সন্ধি পাতার প্রস্তাব দিয়েছেন যা হয়ত আগামীতে আপনার এন্টি-ইন্ডিয়ান মেকাপ তুলতে সাহায্য করবে। নাকি এন্টি-ইন্ডিয়া ইস্যুগুলো জামাতের কাছে বিক্রি করে দিলেন?
সেই সাথে ২০০১ সালের 'লুকিং ইস্ট' নামক যেই পলিসির কথা বিশ্বকে জানালেন তা আপনার কোনো বয়ানে আগে কখনো শুনি নাই। প্রাঞ্জল ভাষায় ট্রানজিটের গুরুত্ব ফরমায়ে গ্রিন সিগনাল পাঠিয়ে দিলেন দাদাবাড়ি। তিন পাতা ইংরাজি প্রবন্ধ পড়া শেষে মনে হচ্ছিল ওটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা গহর রিজভী লিখলেও এত ভালো করে লিখতে পারতেন না ... অয়েলডান নেড়ি কুকুর!
নব্য সুপারপাওয়ারের দীর্র্ঘ ছায়াতলে সবাই জমায়েত হচ্ছে। এরশাদ ভারতে হিজরত সেরে দেশে ফিরেছে... খালেদা ইংরাজি শান্তির বুলি লেখা শুরু করেছে...আর হাসিনা অনেক আগেই ছিল। তাইলে খামোখাই এত বাহাস। সবাই মিলে একটা ঐক্যজোট করে শান্তির সিলসিলা জারি রাখলেই পারে। আমি ভারতের সাথে শান্তিতে বিশ্বাসী। কিন্তু নির্বাচনী বৈতরণী পার হইতে সবাই যে শান্তিকমিটিতে নাম লেখাচ্ছে - সেখানে রাজাকারতো সবাই!
দেশ পরিচালনা, বৈদেশ-নীতি, রাজনীতিতে ধর্মের অপব্যবহার, দুর্নীতি- কোথাও আওয়ামী লীগ আর বিএনপির কোনো পার্থক্য দেখি না। তালে আর পাচ বছর পর পর নির্বাচন-সংবিধান চটকানোর হ্যাপা কেন? আওয়ামীলীগ-বিএনপি ঐক্যজোট করে জনগনের সাথে থ্রিসামে নেমে যান। আমাদের দরজা খোলাই আছে।
Download Link
News: হত্যার প্রায় দুই বছর পরও কিশোরী ফেলানি হত্যার তদন্ত এখনো শেষ করা যায়নি বলে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) জানিয়েছে।
-----------------------------------------------------------
অন্যান্য পোষ্টঃ
কাঠিমামার বয়ান
কাঠিমামার কঙ্গো ও সামুতে ওলামা লীগ: একটি ঈশপীও গল্প
প্রধানমন্ত্রীর বেতনবৃদ্ধির দাবি জানিয়েছেন কাঠিমামা
শেখ হাসিনা ও স্টিভ জবস
টোনা মন্ত্রী
-------------------------------------------------------
লেখাগুলো ফেইসবুকে বাঙ্গাল পেজের
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




