কাঠি মামা গতকাল বিকেলে আমাদের তালবেতাল ক্লাবে এসে কাগজ কলম চাইলেন।
-কি বৃত্তান্ত মামা? কাগজ কলমে কি হবে ?
মামা এরপর বয়ান শুরু করলেন "টিভি চ্যানেলের লাইসেন্সের জন্য প্রধানমন্ত্রীর গ্রিন সিগনাল লাগে, কয়েকদিন পরে অনলাইন পত্রিকা, ব্লগসাইট চালাইতেও উনার নেকনজর লাগবে ...শুনলাম নুতুন আইন খসড়া খাড়া করাইসে সাইবার মীরজাফর বিডিনিউজ২৪..
উনি আচার্য না, তবু স্বায়ত্ত্বশাসিত ভার্সিটিগুলার ভিসি কে হবে, ছাত্রলীগ কঠোর হবে না, নরম হবে---- উনিই ঠিক করেন
তামিম ব্যাটিং ওপেন করবে কিনা সেইটাও উনার ডাইরেক্ট হস্তক্ষেপে হয়
অবস্থাদৃষ্টে মনে হইতেছে দেশের সবকাজ উনিই করেন ..তাই দেশের সবচেয়ে আনডার-পেইড জব প্রধানমন্ত্রীর..এইটা আর চলতে দেয়া যায় না ....উনার বেতনবৃদ্ধির জন্য ওয়ার্ড ব্যাঙ্কের কাছে একটা পত্র লিখব
- কিন্তু মামা, প্রধানমন্ত্রীর বেতন তো ওয়ার্র্ল্ড ব্যাংক দেয় না
মামা এবার একটু ক্ষেপে গেলেন "সে কি আমি জানিনা? আরে ওয়ার্র্ল্ড ব্যাংক পদ্মা সেতুর লোনের টাকাটা ছাড়লেই আমাদের উপদেষ্টা মশিউর আন্কেল ছুটি থেকে ফিরবেন। উনি ফিরলেই ওই টাকা থেকেই প্রধানমন্ত্রীর একটা ব্যবস্থা করে নিবেন। ব্যস, বেতন বেড়ে গেল!"
--------------------
অন্যান্য পোস্ট
শেখ হাসিনা ও স্টিভ জবস

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




