১.
তালবেতাল ক্লাবে গরম পরোটা আর গরুর মাংস ভুনা আনা হইসে হোটেল থেকে... কাঠিমামা সবাইকে খাওয়াচ্ছেন..তবে কি উপলক্ষে বোঝা যাচ্ছে না ..মামা গন্ভির...গোগ্রাসে খাচ্ছেন
- মামা, প্রমোশন পেলেন নাকি?
- কেন?
- এই যে সবাইকে খাওয়াচ্ছেন..তাই বললাম ...
- প্রমোশন কি গাছে ধরে গর্ধভ... আজকে মাসের ২২ তারিখ ...প্রমোশন পেলে মাসের মাঝখানে টাকা পাব কোত্থেকে?
- তালে মামা, বিষয়টা কি?
- বিষয় কিছুই না, বাসায় কাজের লোক আসে নাই...রান্নাও হয় নাই
- তালে, মামী কিছু রাধে নি?
- নাহ...তদের মামী সাফ জানায়ে দিসে, আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহার না করলে বাসায় সে কোনো রান্না করবে না..ফেইসবুক থেকে তম্সম বেগম নাকি এই আন্দোলনের ডাক দিসে নারী জাতির প্রতি
- আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের সাথে রান্নার কি সম্পর্র্ক মামা?
- সম্পর্কটা আমিও বুঝতে পারছি না বলেই গরুর মাংস খাচ্ছি, তাতে যদি মাথাটা খোলে
------------------------------------------------
২.
শুনছেন নাকি মামা...রাজাকার ত্রিদিব রায়ের লাশ নাকি আনা হচ্ছে দাফনের জন্য...বলেন এইসব মানা যায়?
কাঠিমামা মুখ না ফিরিয়ে ভাবলেশহীন কন্ঠে বললেন "সরকার যদি মরার আগে উনার শেষ ইচ্ছার প্রতি এত শ্রদ্ধা দেখায়, তাইলে দেশের নামটা পাল্টায়া পূর্ব পাকিস্তান রাখলে উনার আত্মা সবচেয়ে শান্তি পাইতো...এরপরে উনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটা সরকারী ছুটি দিলে তদের মামীকে নিয়ে একটু শপিঙে যেতে পারতাম..তদের মামিও শান্তি পাইতো"
--------------------------------------------------
অন্যান্য পোষ্টঃ
প্রধানমন্ত্রীর বেতনবৃদ্ধির দাবি জানিয়েছেন কাঠিমামা
শেখ হাসিনা ও স্টিভ জবস
টোনা মন্ত্রী
-------------------------------------------------------
লেখাগুলো ফেইসবুকে বাঙ্গাল পেজের
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




