আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়
আমার রুমের পাশে যে জানালাটা আছে, সেটা আমার খুব প্রিয়। সকালের রোদ, রাতের জোছনা সবই সে এনে দেয় আমার কাছে সে। মহিনের ঘোড়াগুলির আমার দক্ষিণ খোলা জানালা গানটা ছেড়ে রেখে কতটা সময় যে সেই জানালাটার সামনে পার করেছি মনে নেই।
অঞ্জনেরও কম বেশি জানালাপ্রীতি আছে। অবশ্য কোলকাতায় লোকে জানালা না বলে... বাকিটুকু পড়ুন

