চামখোয়াড়নামা: ৬
প্রথমে বন্দনা করি চামখোয়াড়ের।
চামখোয়াড়নামার এক হইতে পাঁচ পর্ব যে কাঠাল পাতায় লিখিয়াছিলাম তাহা দমকা বাতাস কোথায় উড়াইয়া লইয়া গেল খুঁজিয়া পাইতেছি না, নাকি ক্ষিধার জ্বালায় কোন অবলা ভক্ষন করিল তাহাও বুঝিয়া উঠিতে পারিতেছি না। নিরুপায় হইয়া অদ্য ছয় পর্ব মনিটরপাতায় লিখিতে বসিলাম।
লুকে বলিবে কি আমি নিজেই অবগত, আমি... বাকিটুকু পড়ুন

