শেষ চিহ্ন


আকাশ নেব বাতাশ নেব সবুজ ওরে নেব,
ভাল থাকিস খুশি থাকিস পাহাড় তোকে দেব।
পাহাড় হয়ে আবাশ দেব বৃক্ষ হয়ে ছায়া দেব,
তোর ভেতরে প্রানের ধারা ঝরনা ওরে নেব।
আধার রাতের চন্দ্রিমা ওরে আলো শুষে নেব,
ধরা আমি আগলে ধরে বক্ষে তোকে দেব।
যেমন আছিস তেমন থাকিস সুদ্ধ করে মন,
এই ভুবনে সোনারে তোর একলা... বাকিটুকু পড়ুন


স্টেডিয়ামের ধারে প্রায় নিরব একটি রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে ভ্রাম্যমান একটি চায়ের দোকানে চা খাচ্ছিলাম। হঠাৎ বাম কাঁধে একটি হাতের স্পর্শে ঘূরে তাকালাম। আরে বাছের ভাই। আমি কাপ নামিয়ে বললাম, কেমন আছেন। নিয়মিত পান খাওয়া জড়ানো জিভে বাছের ভাই বললেন, ভাল আছি। দোকানে যে ছেলেটি চা পরিবেশন করছিলো তাকে... বাকিটুকু পড়ুন