ফেসবুকে "বলদ" চেনার সহজ উপায় (বলদেরা যে রকম status দেয়) ।
১। ফেসবুকে কে কে আমার বন্ধু আছো, কমেন্ট/লাইক দিয়ে জানাও। (মনে হয় চ্যাটে ক্লিক করলে কাউকে দেখা যায় না)
২। দেখিতো এই দরিদ্রের জন্য/ ধর্মীয় কিছু পোস্টে ১ ঘন্টায় কত লাইক পড়ে। (মনে হয় কোন অমূল্য সম্পদ সংগ্রহ করছে, যা পাইলে জুকার বার্গরে কিন্যা লইব)
৩। ভাই, আমার ২০ মিনিটে ১০০ লাইক লাগবো। হেল্প করেন প্লিজ। (মনে হয় খাবার কেনার টাকা ফুরিয়ে গেছে, লাইক বেইচ্যা চাল কিন্যা রান্না কইরা খাইবো)
৪। "কোরআন আমাদের পবিত্র জীবন বিধান" মুসলিম হলে লাইক দিয়ে সম্মতিজানাও । (মনে হয়, মুসলমানেরা এই কথাটা জানে না। লাইক পাবার জন্য ধর্ম গ্রন্থকেও কাজে লাগাতে বিবেকে বাধে না)
৫। আনফ্রেন্ড মিশন শুরু করেছি, একটিভরা সাড়া দাও। (মনে হয় আনফ্রেন্ড করলে লাখ খানেক টাকার ক্ষতি হইয়া যাইবো, যার জন্য স্টেটাসে যাই লিখুক, লাইক দিতেই হইবো।)
৬। আমি এখন অমুক কাজ করছি বা তমুক খাবার খা্চ্ছি বা অমুক স্থানে আছি তা দিনের মধ্যে দশ বার পোষ্ট করা।(পৃথিবীর সকল মানুষ সব সময়ই কোন না কোন কাজ করে এবং প্রতিদিনই খাবার গ্রহণ করে এবং কোন না কোন স্থানে অবস্থান করে। সেটা হলাও করে বলার কিছু নাই।)
৭। প্রতি ঘন্টায় ঘন্টায় F.B. এর profile picture change করে। (মনে হয় জীবনে ক্যামেরা ইউজ করে নাই নতুন নতুন পাইয়া ইউজ শিখতেছে। আবার চেহারা এতোই খারাপ যে আয়নাই মুখ দেখতেও লজ্জা করে তাই F.B. বার বার মুখ দেখাই।)
বি:দ্র: উপরোক্ত সামস্যা যাদের মধ্যে আছে তারা অতি-দ্রুত মানসিক ডাক্তারের সাথে যোগাযােগ করেনে। এর মূল কারণ হল আপনি নিঃসঙ্গ জীবন-যপন করছেন, যার দরুন আপনার মানসিক বিকারগ্রস্থ অবস্থার বহির প্রকাশ ঘটে F.B. পোষ্ট-গুলোর মাধ্যমে।
------সংগৃহীত "সুস্থ সমাজ গড়ুন, সুন্দর ভাবে ফেসবুক ব্যবহার করুন। "

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



