অবিশ্বাসীদের দলে নাম লিখিয়ে
বিশ্বাসের দেয়ালগুলি তুমি ভেঙ্গে দিয়েছো,
এখন আমি নিঃস্ব হয়ে রিক্ত
চোখে অবিশ্বাসের দৃষ্টি দিয়ে
দেখছি জগতটাকে !
অথচ কথা ছিল তোমার উরুতে
পবিত্রতার ঘন জল ঢেলে দিবো
আমি,
তোমার দেহকে ধনুকের
মতো বাঁকিয়ে তোমার শুভ্র
স্তনের বোঁটায় দাঁত বসানোর
কথা ছিল আমার,
কথা ছিল কেবলমাত্র আমিই
তোমার বুকের বামপাশের
স্থায়ী বাসিন্দা হয়ে থাকবো,
তোমার মায়াবী কন্ঠস্বরের
গান শোনার কথা ছিল আমার ।
আমাকে তুমি এখন মন থেকে
মুছে ফেলেছো প্রিয়তমা,
রোজ রাতে তোমার স্তনে
কারো হিংস্র হাত পড়ে,
তোমার স্তনের বোঁটাতে যে
শৈল্পিক ছোঁয়া দিতে চেয়েছিলাম
তা থেকে তুমি চির বঞ্চিত হয়ে
গেলে প্রিয়া !
তোমার যোনীতে যে চমত্কার
স্বপ্ন আমি গাঁথতে চেয়েছিলাম
সেখানে এখন রোজ রাতে
কেউ হিংস্র আঘাতে জর্জরিত
করে,
যে অপার্থিব সুখ আমি গেঁথে
দিতে চেয়েছিলাম,
তা থেকে তুমি চিরবঞ্চিত হলে !
অথবা,
তুমি অপবিত্রতাকেই চেয়েছিলে
আর আমাকে নিখুঁত অভিনয়ে
পুড়িয়েছো,
আমাকে ভ্রান্ত করেছো,বেশ
নিঁখুতভাবে ছলনায় বেঁধেছিলে
আমাকে ।
যে পার্থিব সুখে বিসর্জিত করেছো আমাকে,
তোমার যোনী বেয়ে বেরিয়ে আসা যে নোনা জলে অন্য কাউকে ভিজিয়ে আমাকে মুছে ফেলেছো,
আমি চাই সে সুখ তোমার জীবনে স্থায়ী হোক,
আমার এ চরম বিসর্জন ব্যথা যেনো তোমায় ছুঁয়ে না যায় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


