আমাকে বিসর্জিত করার আগে
একটাবারও কি তোমার মনে হয়নি-
কয়েকশত বার তোমার মাসিকের
রক্তে তাকে ভিজালে তারপর
একদিন আর ইচ্ছে করবে
না তোমার ভিজাতে !
তার দাঁতের কামড়ে তোমার
শুভ্র স্তনের বাদামী বোটাটা
ঝুলে পড়লে তোমার আর
ইচ্ছে করবেনা কেউ তোমার
স্তন স্পর্শ করুক !
তারপর আরো,আরো কয়েকবার
বিছানার চাদর গুটিয়ে ফেলার
পর
তোমার গোলাপী যোনীর পর্দা
যখন ঝুলে পড়বে,
যেমন ফুটন্ত ফুলের পাপড়ি
চারপাশে ছড়িয়ে থাকে
তারপর তোমার উত্সব থেমে
যাবে !
তারপর তারপর ধীরে বিছানাতেই তোমাদের দূরত্ব বাড়বে
তোমার সঙ্গীর ঝুলে থাকা অন্ডকোষগুলি শক্তিহীন হয়ে
পড়বে,
তোমাদের শারীরিক অক্ষমতা
জীবন বিষিয়ে দিবে ।
আর আমি !
জানো প্রিয়তমা-
যে অপার্থিব সুখে আমি তোমাকে
নন্দিত করতাম তা মৃত্যুর আগপর্যন্ত তোমাকে সুখী করতো,
জোছনার আলোর মতো পবিত্রতায় ঢেকে থাকতো তোমার শরীর
আমাদের সমস্ত সুন্দর দিন কখনোই মৃত হতো না,
তুমি কি ভেবেছো কখনো ?
কি বলেছিলে তুমি !
অপার্থিব সৌন্দর্যের দেবী ছিলে
তুমি ?
আর আমাকে বিসর্জন দেওয়ার
আগ পর্যন্ত আমিই ছিলাম
তোমার সুখসঙ্গী !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


