শুনেছি প্রেমিকরা অন্ধ থাকে
আমি বোধহয় একটু বেশি
ছিলাম ।
শুনেছি মেয়েরা তরলা পদার্থের
মতো হয়,
তুমি বোধহয় একটু বেশিই,
আমার সাথে মানিয়ে নিয়ে
আমাকে প্রতিশ্রুতি দিয়ে
এখন অন্য একজনকে মানিয়ে
নিচ্ছো,তাকেও প্রতিশ্রুতি
দিচ্ছো !
কখনো ভাবিনি এতোটা
তরল তুমি,
তোমার শরীরে আজ অন্য
নাগর
তোমাকে ভালোই দেয়,
তুমিও নিচ্ছো !
আর আমাকে আয়না ভেবে ভেঙ্গেছো ভীষণ,
চূর্ণ বিচূর্ণ আমার স্বপ্নগুলি
অসহায় পড়ে থাকে যেমন
প্রথমবার সেক্স উত্সব করে
তুমি ঢলে পড়ে থাকো বিছানায় !
তোমার শরীর একটা উর্বর
ভূমি,
তোমার জৌলস বলতে ওটুকুই
সারারাত চাষাবাদে তৃপ্ত থাকো
তুমি
ভীষণভাবে শৃঙ্গার করে তুমি
নাগরের সাথে কোমড় দোলাও,
তোমার কোমড়ের প্রত্যেকটা
স্পন্দন
আমার এক একটা স্বপ্নের মৃত্যু !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


