আমাদের সবচেয়ে সুন্দর
দিনগুলি কলংকিত হবে
তোমার সুখের উন্মাদনায়,
তোমার ফুলশয্যার রাতেই
বিসর্জিত হবে আমাদের
সমস্ত পাশে থাকার প্রতিশ্রুতি,
তোমার উরুর নিয়ন্ত্রণবিহীন
সুখে মৃত্যু যন্ত্রণায় ছটফট
করবে আমাদের সবচেয়ে
সুন্দর শিশুটি !
তোমার সাংসারিক টুংটাং
শব্দে নিভে যাবে আমাদের
সমস্ত আশার প্রদীপ,
তোমার শাড়ির আঁচল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের
সবচেয়ে সুন্দর স্বপ্নগুলি !
সমস্ত আলাপন,সমস্ত স্মৃতি,আমাদের দুরু দুরু
কাছে আসার সময়গুলি-
মুছে যাক,
ধ্বংস হোক প্রেমের সমস্ত স্মৃতি
আমি চাইনা আর কখনো তোমায়,কখনো না !
আমি চাইনা আমার অবশিষ্ট ভালবাসাটুকু নষ্ট হোক তোমার
অবদমিত কামনার জোয়ারে !
তুমি উত্সব করো,বাদ্য বাজাও হর্ষধ্বনিতে,গগণবিদারী উন্মাদনায় ভেসে যাক তোমার বিছানা,
সেক্স উত্সব চলুক তোমার শরীরে,তুমি ধন্য হও প্রিয়তমা !
আমি না হয় বিসর্জিত হবো
তোমার ঘর বাঁধার উত্সবে,
আমাদের অবশিষ্ট ভালবাসাটুকু
অন্তত পবিত্র থাকুক...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


