আমি আর যা কিছু চাই,
শুধু তোমায় আর চাই না,
খাঁ খাঁ রোদে তপ্ত বুকে
নির্বাসিত জীবন চাইবো
তবুও তোমাকে কামনা করে
কোন ভোর চাই না আর ।
আমি আর যা কিছু চাই
শুধু তোমায় আর চাই না ।
গত বছর যে বসন্তে আমি
তোমার হাত ধরেছিলাম
এবার সেই বসন্তে ঝড়ে পরুক
সব ফুল,স্বপ্নগুলোর মতোই ।
বিশ্বাস করো,
সাজানো বাগান আমার
আর চাই না ।
অভিমানের বেড়াজালে আটকে পড়ে গেছে আমার ভালোবাসার শব্দগুলো,
এখন আর তা হৃদয় স্পর্শ
করে না ।
কষ্ট গুলো বুকে নিয়ে মাতাল হয়ে আছি,
তোমার বিশ্বাসঘাতকতা আমার ভেতরে থাকা ভালবাসাকে
একটু একটু করে পুড়িয়ে দিচ্ছে,
তাই দূরে সরে যাচ্ছি,ঠিক
যেভাবে তুমি যেতে বলেছিলে !
ভয় পেয়োনা,আমার চিন্তাগুলি কখনোই তোমার ঘর পুড়াবে
না,
কথা দিচ্ছি-কষ্টের প্রবলতায় ব্যাথার চাঁদর জড়িয়ে পড়ে
থাকবো তবুও তোমায়
আর কোনদিন ফিরতে
বলবো না ।
মগজের এলোমেলো শব্দে
ব্যর্থতা,গ্লানিতে ভরপুর
এই সমস্ত কাব্যের অন্তরালে নিজেকে পিষতে পিষতে
মহাকালে হারিয়ে যাবো,
কষ্টের পদাতলে পিষ্ট হয়ে
জীবন কাটাবো,
তবু আহাজারিতে আর
তোমায় চাইবো না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


