আমি দিগ্বিজয়ী আলেকজান্ডারের মতো জয় করেছিলাম তোমাকে
তুমি হেলেনের মতো চুপি চুপি
ষড়যন্ত্র করে আমাকে ছেড়ে
গেছো,
আমি তোমাকে ক্লিওপেট্রা ভেবেছিলাম
তুমি আদৌ পতিতা থেকে উত্তম
নও ।
ভেবোনা তুমিই জয়ী,
মীরজাফর বিশ্বাস ভেঙ্গে টিকে
থাকতে পারেনি
ঘষেটি রাম কুষ্ঠু রোগে ধুঁকে
ধুঁকে মরেছে
তুমি কি ভেবেছো ?
পার পেয়ে যাবে ?
হাহাহা,তুমি ছলনাময়ী
ছলেই ডুবে থাকবে ।
এই দিন অন্যদিনে ঠিক
এই দিনের মতো আবির্ভূত হবে ।
দিকে দিকে ছড়ানো
তোমার স্তনবৃত্ত,
তোমার সস্তা নিতম্ব
একদিন সব আলো নিভে যাবে
তোমার উরুতে গেঁথে যাবে
অমানিষার অন্ধকার ।
তোমার আকাশেও মেঘ জমবে
মনে রেখো ।
তুমি প্রতিশ্রুতি ভঙ্গিনী,
তোমাকেও জ্বলতে হবে মাথায়
রেখো ।
আমি দিগ্বিজয়ী বীর বেশেই
থাকবো দেখো
আমার আছে বিশ্বাস,আছে ভালবাসো
নত হবেনা আমার শীর কখনো
তুমি দেখো একদিন শুধু
বিজয়ীর বেশে আমি
জ্বলবো,আমিই জ্বালাবো ।
সেদিন তোমার এই ছলনা,
দিকে দিকে ছড়ানো সস্তা প্রেম,
নষ্টামির সুবাস ছড়ানো স্তন আর
তোমার নষ্ট নিতম্ব-
সব,সবকিছু অকার্যকর হয়ে
যাবে দেখো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


