আর আমি জানি
অনেক বছর পর যখন তোমার
সাথে আবার দেখা হবে,
তুমি আর আমার স্বর্গীয়
প্রেমিকা হয়ে থাকবেনা !
তুমি বদলে যাবে
ভীষণভাবে বদলে যাবে,
নাগরের অনবরত যৌন
চাহিদার বস্তু হতে গিয়ে
তোমার যৌনাঙ্গ প্রশস্ত হয়ে
যাবে,
তোমার পাতলা আবরণের ঠোঁট দুটি নাগরের দাঁতের কামড়ে ঝুলে পড়বে,
তোমার বক্ষের ছোট্ট দুটি স্তন
লাউয়ের মতো ঝুলে থাকবে তোমার বুকে,
কি বিশ্রিটাই না দেখাবে তোমাকে !
তোমার পশ্চাত্ দেশ দেখার পর আর কেউ তোমার মুখের দিকে তাকাতে চাইবেনা !
এমন সুন্দর স্বর্গীয় প্রেমিকা
আমার-
অনাদরে,অযত্নে নষ্ট হয়ে যাবে !
আমি বড়জোর জোছনা রাতে
তোমার গায়ের কাপড় খুলে
তোমাকে দেখতাম-
চাঁদের আলো নাকি তুমি,
সুন্দর কে বেশি !
সবচেয়ে শ্রেষ্ঠ যৌনতার ফুলঝুরি দিয়ে তোমাকে আমি মহিমান্বিত করতাম,
রাতের পর রাত
তোমার ঐ নাগরের মতো হালচাষ করে যেতাম না...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


