!!!!!!!!!
[গত কাল একটা পোস্ট দিছিলাম সেটার পরামর্শ মন্তব্য স হ পেস্ট করলাম, অনেকে অনেক মন্তব্য করেছে , তয় বুঝলাম স্যামসাং ভালো হবে না এই পোস্টের কল্যানে সেটা বাদ দিলাম, আরও করও পরামর্শ থাকলে প্লিজ হেল্প করুন এখনো ক্লিয়ার সিদ্ধান্তে আসতে পারি নাই, তাই ]
অনেক দিন ধরেই ভাবছি একটা ক্যামারা কিনবো কিন্তু হয়ে ওঠে না, (গরিব মানুষ তো) । তয় কথায় আছে না শখের তুলা আশি টাকা। সেটা গরিবেরও থাকে আবার ধনির ও থাকে । যা হোক শেষ পর্সন্ত সিদ্ধান্ত নিয়েই ফেললাম দুক দিনের মধ্যেই কিনবো, আমার বাজেটের মধ্যে এই ক্যামারা টা পছন্দ হয় কেমন হবে দেখেন তো ,
১৪ মেগা পিক্ক্সেল , স্যামসাং ই এস ৯০। দাম শুনছি ৭০০০/= টাকা। কেমন হবে বললে উপকার হবে । তাছারা অন্য পরামর্শ ও দিতেন পারেন উপকার পাইলে সিউর এক কাপ চা খাওয়ার দাওয়াত
দিলাম। তবে ভাইয়েরা কোন লিংক দিবেন না, এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করবেন প্লিজ। কারন অনেক গুলো ওয়েব সাইড ,সামু র অর্কাইভ দেখে ফেলছি।
আগের পোস্টের মন্তব্য সমুহ:
১. ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:১৯
প্রশাসন বলেছেন: ভাল না। সনি সাইবার শট কিনবেন আশা রাখি।
১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৪
লেখক বলেছেন: সনি সাইবার সট ডিএসসি ডব্লউ৫১০, ১২ মেগা, কেমন হয়। দাম প্রায় সেম
২. ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩০
আমি ব্লগার হইছি! বলেছেন: sony cybershot or nikon coolpix
বাকি সব খেলনা।
৩. ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩২
নাগরিকমন বলেছেন: এর চাইতে সাত হাজার দিয়ে নোকিয়ার ৫ মেপি সহ মোবাইল কেনেন। আরো ভালো ছবি পাবেন আশা করি।
স্যামস্যাং না কিনে ক্যানন কিনতে পারেন।
১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৭
লেখক বলেছেন: ক্যানন পউয়ার শোট আ৩৪০০ ১৬ মেগা, দাম তো বেশি১১২০০/
= বউ বাশায় ঢুকতে দিবো না। তবে রিস্ক যদি নেই কেমন হবে>?
৪. ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৯
আবুশিথি বলেছেন: কিনে ফালান তারপর দেখা যাবে।
১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৯
লেখক বলেছেন: ধন্যবাদ
৫. ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪০
তামিম ইবনে আমান বলেছেন:
স্যামসাং বোগাস
১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫২
লেখক বলেছেন: বলছেন !!!!!!!!!!!!!!
৬. ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৮
চিমা মস্তকে হুল হুল বলেছেন: ভাই মানেন না মানেন একটা কথা কই গুগলে একটু সার্চ দেন স্যামসাং এর ক্যামেরা নিয়ে উত্তর নিজেই পাবেন।
স্যামসাং এর মত বাজে ক্যামেরা মনে হয় মারকারীও বানায় না।
আমার কাজিন কিনেছিল ৩ মাসেই সার্ভিস সেন্টারে। নামে সার্ভিস সেন্টার কামে না। এই পার্টস নাই সেই পার্টস নাই। ঢাকা থেকে পার্টস কিনা আইনা দিলাম লাগাইলো তারপর ১ সপ্তাহ পর নষ্ট হইল হ্যারা আর সার্ভিস দিবনা কেননা পার্টস বাইরের। আমি কইলাম আপনাদের টেকনিশিয়ান কইল তাই আনলাম।
কয় দুঃখিত তিনি আমাদের টেম্পোরারি তিনি এখন তাই ব্লা ব্লা
একদিন পোষ্ট দিমুনে
পয়েন্ট এন্ড সুটের জন্য ক্যানন, নাইকন কুল পিক্স ভাল
ডিএসএলআরের জন্য নাইনের উপ্রে কথা নাই
১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫১
লেখক বলেছেন: ক্যানন বা নাইকন এর এই দামে (৭০০০/=) কোনটা পাউয়া যাবে?
৭. ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০৭
সৌমিক জামান বলেছেন: ভাই,পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা কিনলে সনির থেকে ক্যানন ই ভাল।স্যামসাঙ এর কথা না বলা ই ভাল।এ ৩২০০,৩৩০০,৩৪০০ ভাল।খারাপ না।কিন্তু রাত এ ভাল ছবি হবে না।
৮. ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১৫
টিনটিন` বলেছেন: ক্যামেরা কেনার ইচ্ছা থাকলে স্যামসাং এর ধারে কাছেও যাবেন না। সৌখিন ভালো মানের ক্যামেরা কিনতে চাইলে সনি নেন নাহলে ক্যানন।
৯. ১২ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৩০
নাগরিকমন বলেছেন: সুতরাং দেরি না করে বাজেট আরেকটু বাড়িয়ে ক্যাননই কিনে ফেলুন। আর ক্যামেরা কিনেই ভাবির কয়েকটা সুন্দর ছবি তুলে দিলে দেখবেন বরং তিনি খুশিই হবেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




