আমি একটা কোম্পানিতে চাকুরি করি, ২ জন আর একটা দের বছরের মেয়ে নিয়া সংসার মোটামুটি ভাল না খারাপ বলতে পারছি না, আমার স্টাটাস হল দিনে ৪/৫ টা বেনসন সিগারেট খাই( চাল দেখে যায় চেনা টাইপ আর কি)। শিফটিং ডিউটি করি,
যাই হোক আমি হয়তো কোটি পতি কোন দিন হতে পারবো না তবে স্বপ্ন দেখি ( দেখতে তো পয়সা লাগে না ) ইদানিং আমার মাথায় একটা আইডিয়া আইছে একটু বারতি ইনকামের আশায়, আর তা হল অল্পপুজিতে কোন একটা ব্যাবসা শুরু করা, সেটাও মনে মনে ঠিক করে ফেলেছি তা হল মোবাইল রিচার্জ , টুক টাক মোবাইল চার্জার বিক্রি, ও একটা কম্পিউটার থাকবে ,
কেমন হবে ? দয়া করে বলে যাবেন অনুরোধ রইল।
আর পুজি কেমন লাগবে ? বিশেষ করে ৪ কম্পানীর মোবাইল লোডের জন্য কত খরচ হবে ?
২০০০/= টাকা মাসিক ভারায় আমি একটা দোকান ও হয়তো পেয়ে যাবো,
ভাইয়েরা দয়া করে পরামর্শ দিবেন কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




