প্রত্যাশার দিনরাত্রি

লিখেছেন অয়ন আবদুল্লাহ, ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

অভিমানের কারণগুলো অজানা থাক।
অজানা থাক মুঠোফোনের আওয়াজে কপাল কুঁচকে যাবার কারণ।
ভেবে নেবো সময়ের প্রয়োজন ফুরিয়ে যায় নি,
শুধু অসময়ে তুমি অপ্রস্তুত ছিলে কিঞ্চিত।

নির্লিপ্ততার কারণটুকু অজানা থাক।
অজানা থাক সন্ধ্যায় তোমার নিরবতায় আকাশ বিবর্ণ হয়ে যাবার কারণ।
ভেবে নেবো ঈশ্বরের কাছে অস্তিত্বের জানান দিচ্ছিলে তাই
খেয়াল ছিলো না আমার অস্তিত্বের।

একাকিত্বের কারণটুকু অজানা থাক।
অজানা থাক বুকের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৭ বার পঠিত     like!