কেমন আছেন প্রিয় এবং শ্রদ্ধেয় ব্লগারবৃন্দ।
কেমন হলো ছুটি উপভোগ।
আমি ভাই চাকরি জীবনে এতবড় ছুটি আর আগে পাই নি। ১০দিন ছুটি, মাঝখানে ২দিন অফিস ছুটি নিলাম আর ৮দিন সরকারী বন্ধ। অনেকদিন পর বাড়িতে সময় কাটানো গেল মনভরে। মা বাবা ভাইটাকে সময় দিতে পারলাম।
আমি জানি এই বন্ধে অনেক ব্লগাররা শুভ কাজটা সেরে ফেলেছেন বা সারার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ঠিক কিনা?
কারা কারা শুভ কাজটা শেষ করলেন জানাবেন।
সকলকে অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে।
অবশেষে ঢাকায় ফিরে এলাম এবং যথারীতি পেটের খাবারের জন্য প্রতিনিয়ত রাস্তায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




