সেদিন ফেইসবুক এ একটা রিকোয়েষ্ট পেলাম
Honorable Prime Minister, "Don't forget,we'll get the power again in 2014 এই পেইজ থেকে। খুব ভালো লাগলো।
কিন্তু ভাবলাম, একটু পরেই। আসলেই সবাই বড় বড় কথা বলতে খুব ভালোবাসে। কত কথা শুনলাম এই দিনবদলের সরকারের কাছ থেকে সেই নির্বাচনের সময় থেকে আজ অবধি। কি হলো? একই তো। খালি নতুন বোতলে পুরানো মদ। আর তো কিছুই না। আগে বিএনপি খেতো এখন আওয়ামিলীগ খাচ্ছে। শুধু খাচ্ছে। খুব কষ্ট হয় মাঝে মাঝে। ভাবি, আমরা কতবড় ধোকাই না খেলাম। এইবার-ই জীবনে প্রথম ভোট দিলাম, অস্বীকার করবো না এই সরকারকেই ভোট দিয়েছিলাম। কারন আমরা নতুন, আমরা সুর্য়ের আলো দেখলে সামনে ছুটে যাই। আমরা আঁধার ভালোবাসি না। আমি না হয়ত এই ভুল অনেকেই করেছে। যাক সেই লাইন টা সাথে আর একটু আবার লিখে শান্তি পেতে চাই।
Honorable Prime Minister, Don't forget,we'll get the power again in 2014
Honorable Prime Minister, "BE AWARE. WE ARE WATCHING YOU. If u fail to full fill your this commitment, then you will see the power of general people of BANGLADESH in the next national election".

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




