somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কবিতার কাক

আমার পরিসংখ্যান

ডেভিলনয়ন১৩
quote icon
ভবোঘুরে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

জীবন্ত ভালবাসা দাও

লিখেছেন ডেভিলনয়ন১৩, ১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৩০

মৃত আত্মার নিস্ফলা জঠরে,

জন্ম হোক নতুন চেতনার।

মনুষ্যত্ব বিকিয়েছে যারা, অনুর্বর বিবেকের হাতে;

ধুয়ে মুছে যাক সব

ভালবাসার নবনব স্রোতে।

লালসার নীল বিষ যত, একদিন নির্বিষ হবে,

মানবতা জ্ঞান ফিরে পাবে- ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

প্রাগৈতিহাসিক

লিখেছেন ডেভিলনয়ন১৩, ১৬ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৮

ঘুম জমা চোখে রক্ত জমেছে-

নিস্পৃহ মুখ আজ স্তব্ধ,

দুঃসহ আলো ঝলসে দেয় চোখ;

জ্বালা ধরা ফুসফুসে জমাট ধোঁয়ার গন্ধ।

চলো ফিরে যাই ফিরে যাই কোন আদিম ঠিকানায়,

চলো ফিরে যাই ফিরে যাই কোন বর্বর সভ্যতায়। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

দগ্ধ প্রেমের প্রেক্ষাপটে

লিখেছেন ডেভিলনয়ন১৩, ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৭

তুমি অশ্রু চেয়েছিলে বলে

আমি দুচোখ ঝরিয়ে দিয়ে গেলাম।

হৃদয় পোড়া যে গন্ধ তুমি পেলে,

তাকে শিশিরে স্নাত রজনীগন্ধা ভেবনা।

আমার সমস্ত অনুভূতি ভিখিরির মত

তোমার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছিল,

তুমি দাওনি। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

ওপিট

লিখেছেন ডেভিলনয়ন১৩, ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৫

বৃষ্টি আমার মুছে দিল চোখের পাতা।

দমকা বাতাস উড়িয়ে নিল হাতের ছাতা

এক নিমেষে।

পোড়া মাটির মতন দেহ শান্ত এবার;

বৃষ্টি,তুমি ভাসিয়ে দিলে কার কুঁড়েঘর

আষাঢ় মাসে?

বারান্দাতে বৃষ্টির ছাঁট মুঠোয় ধরি- ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

কবিতার ভূমিকা

লিখেছেন ডেভিলনয়ন১৩, ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

একটা কবিতার খুব দরকার,

যার বুকের ভেতর মুক্তির রেশ মাখা।

অগছালো কিছু শব্দের স্তূপে-

গদ্যের মাঝে ছন্দের লেশ আঁকা।

কিছু নিষ্কলঙ্ক ভাবনার যানজট, ধুয়ে দিতে পারে

খুলে দিতে পারে দ্বিধার ধুম্রজাল।

একটা কবিতার খুব দরকার, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     like!

সুদূরপরাহত

লিখেছেন ডেভিলনয়ন১৩, ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

কিছু সময় জীবন থেকে হারিয়ে গেলে ভালোই হতো,

বেঁচে থাকার বিরক্তিকর আকাঙ্খাটা

ঘুমের ভেতর মিলিয়ে গেলে রাতবিরেতে;

কিংবা হঠাৎ করে যদি বর্তমানটা ভবিষ্যতে-

অতীত হয়ে ছড়িয়ে যেত;ভালো হতো।

ঠাণ্ডা রক্ত শুধুই বাতাস বয়ে বেড়ায়

শরীর জুড়ে, মাথার ভেতর অর্থলোলুপ পোকাগুলো ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৬ বার পঠিত     like!

আহবান

লিখেছেন ডেভিলনয়ন১৩, ১৩ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

দরজা পেরিয়ে সামনে তাকাও একবার

মুখ তুলে। রক্তের ছোপ মাখা গলিত শিশুর লাশ-

নরখাদকের উল্লাস, কানে গ্রেনেট ফাটায়।

মনুষ্যত্ব হাসে, দরজার ওপাশে;

পায়ে ধরি দরজাটা খুলে ফেলে দাও।

জানলায় কতদিন আকাশ দেখবে আর

বিস্ময়ে? বিস্ফোরিত মায়ের চোখে- ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

কবিতার কাক

লিখেছেন ডেভিলনয়ন১৩, ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৪৭

বড় আশা ছিল কবি হওয়ার-

ছন্দের পিঠে হব সওয়ার ,

ইচ্ছেমত চাবুক চালাবো কলম দিয়ে।

গোঁফ দাড়ি সব না ছেঁটে-

নাকের উপর চশমা এঁটে,

রাস্তা চলি কবি কবি চলন নিয়ে। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

দ্বিখণ্ডিত অমানুষ

লিখেছেন ডেভিলনয়ন১৩, ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৩৮

আমার একটা চোখ তোমায় দ্যাখে

আর অন্য চোখে বিষ মাখে।

আমার এক শরীর তোমার ছোঁয়ায়

আর অন্য শরীর পুড়ছে ধোঁয়ায়.....

আমার রাস্তা চোরাগলি,সব এলোমেলো জাল-

আমি দিবাস্বাপ্নে বিভোর আমার সবসময় অকাল----

আমার এক হাত টানছ তুমি,স্বপ্নের সীমানায়- ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

জবানবন্দী

লিখেছেন ডেভিলনয়ন১৩, ০৬ ই জুন, ২০১৪ রাত ২:৩৬

এই উত্তাপ তুমি ধুয়ে দেবে বলে-

কতকাল বৃষ্টি মাখিনি গায়ে ।

অন্ধকার ঘরে, জরাজীর্ণ ব্যাঙয়ের সাথে-

শীতনিদ্রায় কেটেছে অনন্তকাল।

ছায়াকে পাশ কাটিয়ে ক্ষুধার্ত সূর্যের কাছে-

বিবস্ত্র আমাকে দিয়েছি বিসর্জন।

শুধু উত্তাপ তুমি ধুয়ে দেবে বলে- ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

দূরত্ব

লিখেছেন ডেভিলনয়ন১৩, ০৫ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

পাহাড় পাহাড় বাড়িগুলোর ভীড়ে,

আমার থেকে তোমায় আড়াল করা।

ইটের ফোকড় দিচ্ছে তবু উঁকি----

নীলচে আকাশ, সবুজ গাছের বেড়া।

হলুদ রঙের দেয়ালগুলোর ভেতোর,

বন্দী তোমার ''ইচ্ছে মত খুশি''----

পাতা ঝরা গাছের মত তুমি; ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

হার-জিত

লিখেছেন ডেভিলনয়ন১৩, ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

আমার মৃত্যু হবে একদিন-

সেটা ভালো করেই জানি।

কিন্তু অপঘাতে? জেনেছি কাল রাতে!

সারাটা রাত মরার ভয়ে কাঁপছিল এ দেহ-

''মৃত্যু বুঝি আসছে''; মনে জটিল সন্দেহ।

কখন যেন ঘুমিয়ে গেলাম, আমার মনে নেই-

জেগে দেখি বেঁচে আছি! এক বিছানাতেই। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

''ছায়াসঙ্গিনী''

লিখেছেন ডেভিলনয়ন১৩, ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৩:২৬

তোমার কথাই ভাবছিলাম এতক্ষন,

হঠাৎ দেখি হাসিমুখ নিয়ে তুমি !

আমার কাঁধে আদুরে মাথাটা রেখে-

নিঃশ্বাসে যেন এনে দিলে শিহরণ।

কল্পনাকেও ছাপিয়ে গিয়েছো তুমি !

জ্যোতিষী কি তুমি? নাকি অন্তর্যামী?

নাকি মন্ত্রের বলে তান্ত্রিক জাদুকরী? ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

PSYCHOPATH with PSYCHOGUITAR

লিখেছেন ডেভিলনয়ন১৩, ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:৩৫

আমি গান ছাড়া কিছু বুঝি না,

আর সুর ছাড়া কিছু খুঁজি না,

গান লিখে রুটি-রুজি না---

আমি আত্মার ক্ষিদে মেটাই!

এ গান ছুড়ে ফেলে দিতে পারো,

হাতে গিটার তুলবো আবারো,

উন্মাদ গিটার আমারও--- ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

০০শুন্য০০

লিখেছেন ডেভিলনয়ন১৩, ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:১৫

পাঁচ বছর আগে ভাবতাম চিনে গেছি আমাকে!

নিজেই নিজের পিটে চাপড় মেরে-

অহংকারের ঘোড়ার কাঁধে চড়ে-

উদ্বায়ী সেই বিবেক অস্পৃশ্য;

বিবেচনাবোধ ছিল শুধু ছাইভস্ম !



এখন আমি সর্বহারার দলে, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৩২৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ