দীর্ঘ ২১ দিন অতিবাহিত! চুয়াডাঙ্গা - যশোর রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিকারের অন্ত নেই। সমস্যা সমাধানের দায়ীত্ব কার ?
জানা গেছে -১৫ ডিসেম্বর যশোর বাস টার্মিনালে হেলপার মারধরকে কেন্দ্র করে এরুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। দূভোর্গ পোহাতে হয় যাত্রী সাধারণের।
চুয়াডাঙ্গা মলিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, উভয় মালিক সমিতির গাড়ীগুলো নিজ নিজ জেলার সীমানা পর্যন্ত চলাচল করছে। কোনো পইে কোনো পকে বৈঠকের আহবান করছে না। কেউ কোনো দায়ীত্ব গ্রহন না করার বিষয়ই ২১ দিন ধরে ঝুলে রয়েছে। প্রতিকার জানি না।
কালীগঞ্জ মলিক সমিতির সম্পাদক আব্দুল মান্নান বর্তমান সংসদ সদস্য। ব্যবস্তার করণে তার পে কেউ কোনো দায়ীত্ব গ্রহন না করায় বিষয়টি অহেতুক দীর্ঘ সূত্রতা হচ্ছে। প্রশাসনের প থেকেও পদপে নেয়া হয়নি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জানান, এ বিষয়টি মালিক সমিতির থেকে কিছূই জানায়নি।তাছাড়া পরিপূর্ণভাবে ঘটনা আমার জানা নেয়। জন দূভোর্গ লাঘবে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




