
বইটইতে আজকে আমার ২১-তম ইবুক প্রকাশিত হয়েছে। এটি একটি উপন্যাসিকা। ইবুকের মূল্য মাত্র ৪০ টাকা।
লিংক ওপরে দিয়ে দিলাম।
সন্ধ্যার মা বইপড়ুয়া মানুষ। তিনি শখ করে মেয়ের নাম রেখেছিলেন সন্ধ্যামালতি। ছোটবেলায় সন্ধ্যা তার মায়ের কাছে জানতে চাইত, কেন তার এমন অদ্ভুত নাম? কেন তার নাম শুনে সবাই অবাক হয়? হাসে?
সন্ধ্যার মা বলতেন, যারা কিছু বোঝে না তারাই হাসে। সন্ধামালতী আর দশটা সাধারণ ফুলের মতো নয়। অন্য ফুলেরা যখন দিনশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, সন্ধামালতী তখন পূর্ণরূপে বিকশিত হয়। ছড়িয়ে যায় নিজের রূপ রস সুরভী।
আলোর মাঝে জন্ম নেওয়া সন্ধামালতীর জীবনটা একদিন সত্যি সত্যিই আর দশটা মেয়ের চেয়ে অন্যরকম হয়। সে তার নামের সার্থকতা পূর্ণরূপে ধারণ করে।
সন্ধ্যার অমনিশার দিকে তাকিয়ে একদিন সে তার অতল গহ্বরে নিজেকে বিলীন করতে চায়।
কিন্তু কেন?
পড়তে পারেন বইটই থেকে।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


