somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপিঃ কানাডা জার্নাল -১

০৩ রা জুন, ২০২৩ ভোর ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নতুন প্রভাত
10 May 2023, 05:36

০৭ মে ২০২৩
আকাশপথে দীর্ঘ যাত্রাজনিত ক্লান্তির কারণে গতরাতে একটানা বেশ ভালো ঘুম হলো। সকালে নাশতার পর এক কাপ কফি বানিয়ে ল্যাপটপটা খুলে বসলাম। আজ রবিবার বলে আনায়ার স্কুল বন্ধ, তাই সেও অনেকক্ষণ ঘুম দিয়ে উঠে দেখে গেল আমি কী করছি। আগে হলে কোলে উঠে বসতো এবং ইউটিউবে ওর পছন্দের গান শুনতে অথবা কার্টুন দেখতে চাইতো। এখন একটু বড় হয়েছে, তাই সে কোলে না উঠে পাশে এসে দাঁড়িয়ে রইলো। আমি ওকে আদর করে নাশতা খাওয়ার তাগিদ দিলাম। আর বিকেলে ওর সাথে বাসা থেকে দশ মিনিটের দূরত্বে ওর স্কুল দেখতে যাবার ইচ্ছা প্রকাশ করলাম। ও টুকটাক কিছু দুষ্টুমি করে ওর দিদির কাছে চলে গেল নাশতা খেতে।

সকালের দিকে বেশ ভালোই রোদ উঠেছিল। দুপুরের দিকে আস্তে আস্তে রোদের আলো নিস্তেজ হতে শুরু করলো। বিকেলের দিকে শীতল বাতাস বইতে শুরু করলো। তানিয়া আর সবুজ এলো আনায়ার বয়সী ওদের দুই কন্যা আর্শী আর আয়রাকে নিয়ে, ছয়টার পর। গুগল করে দেখলাম, এখানে নামাযের সময়সূচীতে বাংলাদেশের তুলনায় বেশ কিছুটা পার্থক্য রয়েছে। শুধুমাত্র যোহর আর আসরের নামায মোটামুটি বাংলাদেশের কাছাকাছি সময়ে পড়া হয়। ফজরের নামায পড়া যাবে রাত সোয়া তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত। মাগরিব সাড়ে আটটায় এবং এশা সাড়ে দশটায়। ২২শে জুন পর্যন্ত প্রতিদিন এ সময়গুলো আরও দুই তিন মিনিট করে বেড়ে যাবে।

আসরের নামায পড়ে আমরা সবাই বের হলাম হাঁটতে হাঁটতে আনায়ার স্কুল দেখতে যাবার জন্য। আনায়া খুব উদগ্রীব ছিল আমাদেরকে ওর স্কুল দেখাবার জন্য। আমার ভালো লাগলো এটা দেখে যে সে তার স্কুল এবং টীচারকে নিয়ে বেশ গর্বিত। আমরা স্কুলের প্রবেশমুখে পৌঁছানো মাত্র বাচ্চাগুলো দৌড়ে চলে গেল স্কুলের প্লে গ্রাউন্ডে রাখা নানা রকমের খেলার সরঞ্জামগুলোর দিকে। ওরা অনেকক্ষণ ধরে খেললো, আমরা নিজেদের মধ্যে গল্প করতে থাকলাম। সন্ধ্যা ঘনিয়ে এলে বাড়ী ফিরে এলাম।

০৮ মে ২০২৩
নতুন কোন জায়গায় এলে আমার সাধারণতঃ দিক ভ্রম হয়। তবে এখন যে বাসায় আছি, সেখানে দিকভ্রম হবার কোন অবকাশ নেই। কারণ, ব্যালকনিতে দাঁড়ালেই পূর্ব দিগন্ত দেখা যায়, আর একটা দিক সম্বন্ধে নিশ্চিত হওয়া গেলেই তো বাকি তিনটে দিক সম্বন্ধেও নিশ্চিত হওয়া যায়। তদুপরি এখন তো সব সেলফোনে একটা কম্পাস থাকেই। আজ ভোরে ফজরের নামায পড়ে যখন ব্যালকনিতে এসে দাঁড়ালাম, তখন অরুণোদয়ের আয়োজন চলছে। রক্তিমাভ পূবাকাশের কয়েকটা ছবি তুলে নিলাম। সূর্যোদয় এবং সূর্যাস্তের ছবি তুলতে আমার ভালো লাগে।

গতকাল আনায়া ওর নোট বই থেকে চারটা পৃষ্ঠা ছিঁড়ে তাতে কিছু ছবি এঁকে আমার পাশে সোফার উপর রেখে গিয়েছিল। ছবিগুলো তখন দেখিনি। চারটা পৃষ্ঠায় ছবির উপরে চারজনের নাম লিখা ছিলঃ দাদা, দিদি, বাবা আর আরহাম (ওর ছোট ভাই)। ছবিগুলো কিসের, তা দেখার জন্য হাতে নিলাম। আমারটাতে আঁকা একটা সেলফোন-স্ক্রীন এর ছবি। ওর দিদিরটাতে একটা ফুলের আর ওর ছোটভাই এর টাতে একটা গাড়ির। বাবারটাতে কী এঁকেছে তা দেখে বুঝতে পারলাম না। ও ঘুম থেকে উঠে যখন স্কুলের জন্য তৈরি হচ্ছিল, তখন ওকে জিজ্ঞেস করলাম ছবিগুলো কিসের এবং কেন সে তা এঁকেছে। সে বললো, "তোমরা সবাই যে যেটা ভালোবাসো, তার জন্য সেটার ছবি এঁকেছি"। ওর বাবারটার সম্বন্ধে সে বললো, ওটার নাম 'কন্ট্রোলার', ওটা দিয়ে ওর বাবা টিভিতে গেইম খেলে।

০৯ মে ২০২৩
গতকাল ভোরে যেমন আকাশটা উজ্জ্বল ও রক্তিমাভ ছিল, আজ ঠিক তার উল্টোটা। পূব দিগন্ত আজ ধুসর, মেঘাচ্ছন্ন। সাত সকালে এমন একটা আকাশ মনে বিষণ্ণতার ছায়া ফেলে। হাল্কা বাতাসও বইছে। আকাশ দেখে মনে হচ্ছে, আজ আনায়াকে ছাতা ক্যারী করতে হবে। এমন শীত শীত সকালে বড়রাই শয্যা ত্যাগ করতে গড়িমসি করে, বাচ্চাদের তো কোন কথাই নেই, সে যতই "ভোরের পাখি" হোক না কেন। আনায়াও উঠতে চাচ্ছে না। নানা প্রলোভন দেখিয়ে ওকে তোলা হলো। একবার উঠে গেলে ও অবশ্য তৈরি হতে বেশি সময় নেয় না, তবে কিছু খেতে ভীষণ ঝামেলা করে।

১০ মে ২০২৩
আজ আবার পূব-আকাশে গত পরশুদিনের মত অরুণোদয়ের উজ্জ্বল আলোর ছটা। কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে সূর্য ওঠা দেখলাম। আনায়া তৈরি হবার পর আমি আর ওর দিদি মিলে ওকে স্কুলে দিয়ে আসলাম। পথেরও কিছু ছবি তোলা হলো। ফেরার পথে 'Safeway' থেকে কিছু grocery কিনে আনলাম।

১১ মে ২০২৩
আজ আকাশে সূর্যোদয়ের আভা থাকলেও, কিছু কিছু মেঘেরও আনাগোনা ছিল। শীঘ্রই বৃষ্টি নামতে পারে ভেবে তাড়াতাড়ি আনায়াকে তৈরি করে স্কুলে রেখে এলাম। তারপর এক এক করে দেশে অনেকের সাথে কথা বললাম এবং কুশল বিনিময় করলাম।

১২ মে ২০২৩
আজ সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। এরই মাঝে তৈরি হয়ে আনায়াকে স্কুলে দিয়ে আসলাম। পথে বাতাসের কারণে মাঝে মাঝে আমাদের হাত থেকে ছাতা দুটো উড়ে যেতে চাচ্ছিল। কানাডায় আসার পর আজ প্রথম জুম্মাবার। দুপুরে একজন প্রতিবেশীসহ আমরা জুম্মার নামায পড়তে গেলাম। রাতে আল-বুরাক নামের এক রেস্টুরেন্টে ডিনার করলাম। আগামী কাল শনিবার, ছুটির দিন। স্থানীয় কতিপয় বাংলাদেশী পরিবার মিলে ঈদ-পুনর্মিলনি এবং বৈশাখ বরণ উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে আনায়ারও সামান্য অংশগ্রহণ থাকবে। সে অনুষ্ঠানে উপস্থিত থকার আশা নিয়ে রাতে ঘুমাতে গেলাম।



রিজাইনা, কানাডা
১২ মে ২০২৩
শব্দ সংখ্যাঃ ৭২৯


07 May 2023, 20:09


অরুণোদয়
10 May 2023, 05:26


দাদার পছন্দের জিনিস (ওর মতে) এঁকেছে আনায়া।
08 May 2023


Overcast sky on a Summer day
09 May 2023, 06:39
Regina, SK, Canada
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২৩ ভোর ৫:৪৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তামিম ইকবাল - একজন প্রকৃত ক্রিকেটার

লিখেছেন ঢাবিয়ান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৮



তামিম ইকবালকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়া প্রসঙ্গে বিসিবি বলেছে তামিমের ইঞ্জুরির কারনে দলে রাখা হয়নি। । এটাতো খুব স্বাভাবিক যে , ইঞ্জুরি বা ফর্ম না থাকলে যে... ...বাকিটুকু পড়ুন

ব্যবসা সবার আগে!★

লিখেছেন নূর আলম হিরণ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৮


ধরুন একটি বাজারে আপনার ইনভেস্ট আছে কিংবা বাজারটি আপনি নিলামে নিয়েছেন। প্রতিদিন ওই বাজার থেকে আপনার ভালো পরিমান রিটার্ন আসতেছে। এছাড়াও ওই বাজার থেকে আপনি স্বল্পমূল্যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকা আসলে কি চাচ্ছে?

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬



অনেকেই বলেন, বাংলাদেশ নিয়ে আমেরিকার মাথা ব্যথা কেন?
আমেরিকা সব সময় চায় বিশ্বের ভালো হোক। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা একটা ভালো কাজ করেছে। এতে... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার ভিসা স্যাংশন

লিখেছেন সরলপাঠ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪০

বাংলাদেশের সদ্য সাবেক প্রধান বিচারপতি আমেরিকার ভিসা সেংশনের জবাবে বললেন, "আমি কখনও আমেরিকায় যাইনি, যাবোওনা। আমি এই ভিসা সেংশন নিয়ে বিচলিত নই।" তার এই কথায় বুঝা যায় আমেরিকার ভিসা... ...বাকিটুকু পড়ুন

প্রিয়তম এবং একটি মৃত্যু

লিখেছেন মিরোরডডল , ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৭



অনেকদিন পোষ্ট না দিয়ে এখন কিভাবে যে লেখা শুরু করবো সেটাই বুঝতে পারছি না। :(

সবকিছুর ভালো মন্দ দুটো দিক থাকে। স্বাধীনতার ক্ষেত্রেও বোধহয় তাই। আর সবার মতো... ...বাকিটুকু পড়ুন

×