নৈঃশব্দের কথকতা
দুটি ব্যাকুল হৃদয়ের মাঝ দিয়ে
যখন ভালবাসার কোন নদী প্রবাহিত হয়,
দেবতারাও তখন কান পেতে শোনে,
নৈঃশব্দের মাঝে বলে যাওয়া তাদের সকল কথা।
প্রণয়প্রার্থী যুগল যখন হাতে হাত রেখে
ভালবাসার নদীতীরে এক লয়ে এক পথে চলে,
নদীর কুলুধ্বনি তখন থেমে যায়, কারণ-
নদীও তখন শুনতে চায় নৈঃশব্দের কথামালা।
অন্ধকার অরণ্যেও যদি প্রেমাকুল... বাকিটুকু পড়ুন
