কবিতাঃ মানুষ ও পাখি
সব পাখি জোড়ায় জোড়ায় ওড়াউড়ি করে না,
আধার সন্ধানে জোড় বেঁধে ঘোরাঘুরি করে না।
সব পাখির সাথী থাকে না,
সব পাখির কণ্ঠে গান থাকে না।
বিরহী কোন পাখি অন্য পাখির ডাক শুনে
'চমকি চমকি' ওঠে না!
কোন কোন পাখি নিভৃতে একেলা বসে থাকে
গাছের শাখে, টেলিগ্রাফের তারে কিংবা কোন... বাকিটুকু পড়ুন





