হিসাবে দায়িত্ব পালন করছে এমন মন্তব্য করেছেন কলকাতার সাংবাদিক ও লন্ডন ভিত্তিক একটিভিস্ট অর্ক ভাদুড়ী। ফাইনালি কলিকাতার একজন দাদা বিষয়টি বুঝতে পেরেছেন। যে হারে কলিকাতার ফাটাকেস্ট শুভেন্দু ইউনূস সরকারের বিরুদ্ধে আনাব-সানাব বকেছেন তাতে কলিকাতার দাদাদের মাথা টা গেছে বলেই মনে হয়েছে। অথচ আরজি কর হত্যাকান্ডের প্রতিবাদ বাংলাদেশ থেকেও করা হয়েছিলো। দাদাদের বেশিদিন কিছু মনে থাকে না বলেই মাইন্ডে নেয়ার কিছু নেই।
হয়েছে কি আমেরিকায় নরেন্দ্র মোদি গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে। বিজেপির লোকজন প্লাকার্ড নিয়ে মোদি জী কে স্বাগত জানাতেই পারেন। কিন্তু ঘটনা দেখা গেলো উল্টো! বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার লোকজন স্বাগত জানাতে মুখিয়ে আছে। এই দৃশ্য দেখেই অর্ক ভাদুড়ী ফেইসবুকে স্টাটাস দিয়েছেন। বাংলাদেশের বড়ো হতে ছোট পাতি নেতারা বিজেপির ধর্মীয় উইং রাষ্ট্রীয় সেবক সংঘের নেতাদের সাথে দেখা করেছেন বলে অর্ক ভাদুড়ী জানিয়েছেন। আওয়ামী লীগের প্রত্যাবর্তনে তিনি পাহাড় সমান বাধা দেখতে পাচ্ছেন। কিন্তু রঙীন চশমা পড়া থাকার কারণে আম্লিকের নেতারা দেখতে পাচ্ছে না।
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পূর্বে আওয়ামী লীগের নেতাদের মধ্যে সেকি উত্তেজনা দেখা গিয়েছিলো। ট্রাম্প শপথ নিয়েই ইন্টেরিম সরকারের উপর নিষেধাজ্ঞা দিবেন বলে তাদের যে মনবাসনা ছিলো তা মাঠে মারা গিয়েছে। দ্বিতীয় আশা ছিলো মোদি ট্রাম্পকে বাংলাদেশের তালুকদারি ভারতের উপর ছেড়ে দিতে অনুরোধ জানান কিনা তা দেখা । আজ সারাদিন কত নাটক, সিনেমা হলো এই বিষয় নিয়ে কারো আজানা থাকার কথা না । ভারতীয় সাংবাদিকের প্রশ্নে ট্রাম্প সরাসরি ডিপ স্টেট রিলেটেড যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। পৃথিবীর কোন প্রেসিডেন্ট মিডিয়াতে অন্য কোনো দেশের সরকার সরাতে তার দেশের হাত আছে সে কথা স্বীকার যাবেন না সেটাই স্বাভাবিক । কিন্তু ভারতীয় সাংবাদিক কেন এমন প্রশ্ন করলেন ?
বাংলাদেশের মিডিয়াতে মোদির বাংলাদেশ নিয়ে প্লান ব্যর্থ হয়েছে বলে দাবী করা হয়েছে। অন্যদিকে পাকিস্তান-বাংলাদেশ ইস্যুতে মোদির বক্তব্যের সাথে ট্রাম্প একমত বলে ভারতীয় মিডিয়া জানিয়েছে। স্টারলিংক বাংলাদেশে আসবে কি আসবে না তা নিয়ে মুহাম্মদ ইউনূসের সাথে ইলন মাস্কের আলোচনা হতেই পারে। অন্য কোন বিষয়ে আলোচনা হয়েছে কিনা তা প্রধান উপদেষ্টার সামনের কয়েকদিনের কার্যক্রমে বোঝা যাবে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩৫