কেঁদে কেঁদে চলে যায় শীত কালের গহীনে
ঊদ্ভান্ত জীবনের ছন্দময় গদ্যে
বসে থাকি জ়ীবনের মিলন মেলায়
বসন্তের নভ পল্লবে ।
আছ তুমি ,আছি আমি দ্বীধাহীন প্রান্তে
ভালবাসার শুদ্ধতায় স্নান করি প্রভাতের প্রহেলিতে ।
মধুময় স্মৃ্তি সব অনিশ্চিত বেলা
এলো নতুন প্রহর শূ্ন্য দ্বিধাহীন ভেলা ।
দূরত্বের ভেজা পথ ভেজা মাঠ ঘাট
বেদনার মর্মস্থলে জাগে শূন্যতার জলছাপ।
সব আছে কিছু নেই
তবু ভাবি হারাবার ভয় নেই
যদিও দূরে, কাছে তুমি এই অন্তরমাঝে
প্রভাতের শিঊলি ফোটা বনে
উঠে দাড়ায় ঘাসের দল পায়ের আলতো স্পর্শে
সব বেদনা কেড়ে নেয় স্মৃতির ক্লান্তি লগ্নে ।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ রাত ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




