প্রতি নিঃশ্বাসে গিলে খাচ্ছি মরা স্বপ্ন কে
আর আচ্ছন্ন হচ্ছি মায়ার ঘুমে ,
মৃত্যুকে গেঁথে দিয়েছি অজানা অস্তিত্বে
ঘুমের ঘোরে বিচরন করছি অজানা শান্ত সরোবরে ।
জাগ্রত চেতনার মাঝে গেঁথেছি
সুখ,দুঃখ,হাসি,কান্নার ভীত ।।
তার মাঝে ছুটে চলি আর গাই
সম্ভাবনার গীত।
আর অতীতের বেদনা সুখ,দুঃখ
দিয়ে যায় ছুটে চলার আমন্ত্রনা
তাই নতুন আশায় বাধি বুক ।
স্বপ্ন ঘুমে হাজারো চিন্তার জটে
জীবন এগিয়ে চলে সময়ের স্রোতে
পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব ভরা মনে
ভয় এসে ধরা দেয় গভীর আনমনে ।
ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তার রেখা জমা হয়ে
ধরা দেয় মৃত স্বপ্নের বাসনা
নিঃশ্বাসে গেঁথে নিয়েছি বাঁচার আমন্ত্রনা
অন্ধমোহে বিভোর হয়েছে আজ স্বপ্ন বাসনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




