গান আর গান
শূন্যে তুলিয়া মরনের প্রান
উধ্ববাহু ছড়াইয়া দিয়া
ডাকিছে আজি নতুন প্রান ।
নভ পল্লবের সেই অরূনিমার বায়
গানে গানে ছন্দে দোদুল ছড়াইয়া বেড়ায় ।
ধ্বনিতে আসিয়া হানিছে সবি
গানেতে জাগিছে স্বপ্ন ছবি ।
মোহনীয় আবেশে
মনের শূন্য দেশে
ঘুরিয়া বেড়ায় কাহার প্রান
সে নয় অন্য কিছু
চির বসন্ত নভ উন্মীলিত
জাগ্রত তারুন্যের সবুজ প্রান ।
হারিয়ে ফেলে জীবনের দিশা
কোথা খুঁজিবে ওহে সুখের আশা ,
গানেতে মজিয়া স্বপ্নের আবেশে
ঘুরিয়া বেড়াও ভাবনার দেশে ।
হাজারো মানুষ হাজারো প্রান
হ্রদয়ে গাঁথিছে এক সুর এক গান
সে নয় আর নতুন গান ,
এক আত্মা এক প্রান ।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




