শূন্যে ঊড়ে মরু বালুকা
শূন্যে দ্বন্দ্বে ঊড়িবার কালে আসে সে
ভ্রান্ত পথের দ্বিধাহীন প্রান্তে ।
নেই তার গন্তব্য , নেই কোন প্রান্তর
তবুও সে ঊড়ে ঊড়ে হারায় মরু অন্তর।
অযাচিত পথ তার নেই কোন ঠিকানা
ঊড়ে ঊড়ে হারায় সে পায় না কোন পথের দিশা ।
কখনো বা পথিকের পায়ের আলতো ছেঁয়ায়
আবার কখনো বৃষ্টিস্নাত হয়ে
ছুটে যায় গভীর সরেবরে ।
কখনো বা বৈশাখের আগুন ঝরা মাঠে
তাকে নিয়ে খেলে যায় আগামীর স্বপ্ন ।
নেই কোন বাধা ,নেই কোন যাতনার তত্ত্ব
তাই তো তার সময় নেই হারাবার অল্প ।
পথ নেই তার স্থির
গন্তব্যে তাই সে অধীর,
নেই তার সীমানা
অসীমের পথে তাই ছোটার বাসনা ।
অল্প অল্প করে সে গেঁথে যায় জ়ীবনের গান
হাজরো পথ, ঘাট ,মাঠ এই সবুজ প্রান্তর
তার বিশালতার অবদান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




