হে ভালবাসা অপেক্ষা তো্মারি তরে অনন্তকাল
জীর্ন কুঁড়ে ঘরে ডুকরে ডুকরে কেঁদে মরে ,
প্রহর গুনে হাজারো রাত, কাক ডাকা ভো্র
চোখে ভেসে উঠে নিশীথের জল ছবি ।
যেমন ভেসে চলে যায় পদ্ম পুকুরের কচুরি পানার দল
দু হাতে সরিয়ে অষ্টাদর্শী তরুনী
নেয়ে চলে যায় সন্তপর্নে ।
আবারো ক্ষনিকের আলিঙ্গনে ফিরে আসে
পূর্ন করে পুকুরের প্রসারিত বৃত্ত
ফিরে আসে আবারো সম্মূখপানে ।
দৃষ্টিতে তার আলিঙ্গনের তীব্র বাসনা
তো্মরা সবাই শুদ্ধ করে যাও নিজেকে
তার অন্ত দৃষ্টি আর পাখা মেলেনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




