পর্ব: ৩৩.১ (আয়াত ১-১২)
সূরা: ইয়াসীন
অর্থ: ইয়াসীন, (আরবি বর্ণমালার দুইটি বর্ণ)
সূরার ক্রম: ৩৬
পারা: ২২-২৩
অবতীর্ণ: মক্কা
সর্বমোট আয়াত : ৮৩
রুকু: ৫
শুরু করি তা্ঁর নামে আল্লা যিনি
পরম করুণাময় দয়ালু তিনি।
রুকু-১
ইয়াসীন
জ্ঞানভরা কোরানের কসম করে,
নিশ্চয়ই প্রেরিত তুমি রাসূলের ভিতরে
প্রতিষ্ঠিত রয়েছ সথিক পথটি ধরে।......................(৪)
নাযিল করিয়া দিলেন মহা শক্তিমান
পাঠালেন তাদের তরে এই সে কোরআন।
পূর্বপুরুষ যাদের পায়নি কো ভয়
ফলত তারা সবাই উদাসীন রয়।..........................(৬)
কোনদিনই আনিবে না ঈমান তারা
নির্ধারিত হয়ে আছে অধিক যাহারা,
শৃঙ্খলে জড়ানো বলে দেখিতে না পায়
সর্বদা উর্ধ্বপানে তাহারা তাকায়।.........................(৮)
বেষ্টিত করেছি তাদের প্রাচীর দ্বারা
ফলে আর কোনদিকে দেখে না তারা,
শাস্তির ভয় তুমি যতই দেখাও
ঈমান আনিবেনা যত উপদেশ দাও।.......................(১০)
উপদেশ যাহারা পালন করে
যাহারা আল্লাকে না দেখিয়া ডরে,
দাও তুমি তাদেরে এই সংবাদ
উত্তম প্রতিদানে মিটিবে যে সাধ।
জীবিত হইবে সবে অবশ্য পুনরায়
কর্ম যাহা করিয়াছ দেখিবে সেথায়।।.......................(১২)
==================(রুকু-১ সমাপ্ত)================
এমপিথ্রি ডাউনলোড করুন: এখান থেকে
ডিসক্লেইমার: পবিত্র কোরআন শরীফ আরবিতে ছন্দোবদ্ধ আকারে নাযিল হয়। কুরআন শরীফ সর্বপ্রথম বাংলা তর্জমা করেন ড. গিরীশচন্দ্র সেন। ২০০৬ সালে গবেষক পান্না চৌধুরী সম্পূর্ণ ৩০ পারা কুরআনকে বাংলায় ছন্দোবদ্ধ আকারে অনুবাদ করতে সক্ষম হন।ছন্দোবদ্ধ অনুবাদ বলতে প্রতিটি লাইনের শেষ বর্ণের উচ্চারণের মিলটুকু বুঝানো হয়েছে। একে ছন্দের প্রকারভেদের মধ্যে ফেলা যাবে না।
আল-কোরানের বাংলা অনুবাদ ডাউনলোড করুন ইউনিকোডে:
1. Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


