--দোস্ত তোরে একটা কথা বলি। ঐ রাস্তা দিয়ে যাইস না।
--কেন? কি হয়েছে গেলে?
-- ঐ রাস্তায় ছিনতাইকারী থাকে। প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।
--আমি স্বাধীন মানুষ। আমি যেই রাস্তা দিয়ে ইচ্ছা সেই রাস্তায় যাব। কাউকে ভয় পাই নাকি আমি?
--কিন্তু তোর কাছেতো অনেক টাকা পয়সা আছে।
--তাতে কি? আমি ভয় পাই নাকি কাউকে। খারাপ মানুষের ভয়ে কেন আমি আমার ব্যাক্তিস্বাধীনতা বিসর্জন দিব? আমি কি কাপুরুষ নাকি?
।
সুপুরুষ রাস্তা দিয়ে যাচ্ছেন এবং যথারিতী ছিনতাইকারীর কবলে।
--ওই যা আছে বের করে দে। নাইলে দিলাম ছুরি হান্দাইয়া।
--কেন তোমাকে দিব? এটা আমার সম্পত্তি। তোমাকে কেন দিব?
--না দিলে কিন্তু দিলাম।
--এই রাস্তায় আসা কি আমার ভুল হয়েছে? (মনে মনে)। না আমি তোমাকে আমার সম্পত্তি দিবনা।
-- দিবিনা মানে এই দিলাম দিলাম।
--নেন ভাই নেন, সব টাকা নিয়ে নেন। আর কখনও এই রাস্তায় আসবনা।
--আপনি সুপুরষ না? আপনি স্বাধীনচেতা পুরুষ। আপনি কেন আপনার স্বাধীনতা বিসর্জন দিয়ে রাস্তা পাল্টাবেন? ছিহ! ছিহ! ওরা আপনাকে পশ্চাৎপদতার দিকে নিয়ে যাচ্ছে। আপনি এই রাস্তা দিয়েই আসবেন। নাহলেতো আপনি সমাজ বর্তমান পৃথিবী থেকে পিছিয়ে পড়বেন।
--তাইতো আমি কেন ছিনতাইকারীর ভয়ে আমার স্বাধীনতা বিসর্জন দিব? আমি এই রাস্তা দিয়েই যাব, প্রতিদিনই যাব। কেউ আমাকে ঘরে আটকে রাখতে পারবেনা।
...
পরেরদিনও একই ঘটনা। যথারীতি একই ফলাফল।
কন্টেন্টঃ- Tamu Mamu
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১১