অন্তর্ধান
লিখতে না চাওয়া লিখি হে
লিলি হে ফুল পিঠে বুকে থাকি না আর কোনওদিন
লিলি দিলো সরু চোখে তাকানো পাগল
এবং যা যা ভাবা দরকার
শুক্রশনিরো বিবর প্লুটো
তাকের উপরে ছুরি বইয়ে পৃষ্ঠায়
আবছা করিডোর দিলো
লম্বা সরু শাদা হাত
বয়সে আমি হবো তোমার সমান একদিন
ভুল ঠিক বুঝে ফেলে ঝোপ বুঝে পেন্সিল দিলো
দেয়াল , কালো ভুরু , টহল পুলিশ
এক শাখা ইন্টেলিজেন্স
গোলাপী ওড়নায় ব্রেক কষে ব্রেক কষে দিলো হে
পরিচিত গাছ , লিখতে না চাওয়ায় সবুজ
দেখতে না চাওয়ায় সবুজ
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




