somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি আমার ছায়া। আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে বাঁচি, হাতের মধ্যে আকাশ; তবু ছুঁতে পারিনা।

আমার পরিসংখ্যান

মোহাম্মদ বাসার
quote icon
আইনজীবী ও মানবাধিকার কর্মী। ফিচার এডিটর- বাংলাপোস্ট, যুক্তরাজ্য।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

তেমন কোন উপলক্ষ নেই

এখানে নিপাট ঐশ্বর্য নিয়ে বসে থাকা যায়,
পৃথিবীর সব ব্যস্ততা নিয়ে ধেয়ে যায় এই দূরন্ত নগরী
তবু এইখানে কী অদ্ভুত নীরবতা।

দিনান্তে কোলাহল নেমে এলে
কিছু পাখি তখনও বসে থাকে এখানে,
বসে থাকে এই সুরম্য প্রাসাদের উপর, ধারে, আশেপাশে।
দিনের ব্যস্ততা ফুলালেও এইখানে এসে বসি
এই ব্যস্ত নগরীর সব নীরবতা নিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

পোস্ট না করতে দেয়া প্রসঙ্গে

লিখেছেন মোহাম্মদ বাসার, ২১ শে জুন, ২০২৩ ভোর ৪:০২

আমাকে কতদিন আর ব্যান করে রাখা হবে? আমিতো কাউকে কখনো বাজে কিছু বলিনি। তবে এটা সত্যি যারা বাজে কিছু বলেছিল তাদের চৌদ্দটা বাজিয়েছি। তবে ইগনোর করতে পারতাম যা অনেকদিন করেও ছিলাম। এখন থেকে ইগনোর করতেই হবে। আমার ব্যান প্রত্যাহার করার বিনীত অনুরোধ রইলো। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ১৩ ই মার্চ, ২০২৩ সকাল ১০:০৫

একগুচ্ছ পঙতি

এক।

করোটির মাঝে বসে আছো হে প্রিয়,
সেইতো ভালো!
বুকের মাঝে কেন লাগাও নখের আঁচড়!
দু'চোখ যে দিকে যায় চলে যাবো ভাবি
মনে হয় চাইলেই হতে পারি
লক্ষ অযুত মাইল পায়ে হাঁটা পথিক
তোমার আঁচলেই তবু বাঁধা পড়ে থাকি।

দুই।

ক্লান্তির ঘোর লেগেছে দু'চোখে
মনে হয় অন্ধকার গিলে খায় পৃথিবীর আলো,
অচল পথিক আমি ভুলে গেছি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ১০ ই মার্চ, ২০২৩ রাত ১:৩৬

পৃথিবীর সব প্রেম ফুরোবার আগে

এ জীবন প্রয়োজনের চেয়েও অপ্রতুল
এবং নশ্বর;
এসো তুমি আমি ধোঁয়া মাখা চায়ে ঠোঁট ছুঁই,
দূরে সাইরেন বেজে ওঠে
জাহাজ গুলো ভেসে যায় আরও দূর দিয়ে,
যাক।

এসো তুমি আমি প্রয়োজনের চেয়ে আরও বেশী কথা বলি
আমাদের মৌনতা প্রতিদিন খেয়ে নিচ্ছে আমাদের,
আমি জানি কথাগুলো
আমাদের প্রয়োজনের চেয়েও
অপ্রয়োজনীয় মনে হতে পারে আমাদের কাছে
কিন্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

পৃথিবীর সব প্রেম ফুরোবার আগে

লিখেছেন মোহাম্মদ বাসার, ১০ ই মার্চ, ২০২৩ রাত ১:৩৩

পৃথিবীর সব প্রেম ফুরোবার আগে

এ জীবন প্রয়োজনের চেয়েও অপ্রতুল
এবং নশ্বর;
এসো তুমি আমি ধোঁয়া মাখা চায়ে ঠোঁট ছুঁই,
দূরে সাইরেন বেজে ওঠে
জাহাজ গুলো ভেসে যায় আরও দূর দিয়ে,
যাক।

এসো তুমি আমি প্রয়োজনের চেয়ে আরও বেশী কথা বলি
আমাদের মৌনতা প্রতিদিন খেয়ে নিচ্ছে আমাদের,
আমি জানি কথাগুলো
আমাদের প্রয়োজনের চেয়েও
অপ্রয়োজনীয় মনে হতে পারে আমাদের কাছে
কিন্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৩৮

ছেড়ে যাওয়ার চেয়েও আরও বেশী সত্যি

কেউ কেউ ভালোবেসে সংসার গড়ে
কেউ কেউ ভালোবেসে সবকিছু ছাড়ে,
যারা সবকিছু ছেড়ে দেয় কিংবা যাদের ছাড়তে হয়
তাদের কিছুই থাকেনা,
তাদের ঘর থাকেনা
সংসার থাকেনা
দেশ থাকেনা।

তোমাকে ভালোবেসে আমি সবকিছু ছেড়েছি,
আমাকে ভালোবাসো জেনেছিও বহুবার,
আমরা কেউ কাউকেই ছাড়িনি
তবু আমাদের কারো জন্যই কারো না থাকাটা
ছেড়ে যাওয়ার চেয়েও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০২ রা মার্চ, ২০২৩ ভোর ৬:১১

দেশ সেবক

রাইফেল কাধে নিয়ে পতাকা উঁচিয়ে
যে নবীন ঘর ছেড়েছিল,
প্রিয়তমার চোখের জল মুছিয়ে যে যুবক যুদ্ধে গিয়েছিল,
যে কিশোর গ্রেনেড হাতে মৃত্যুকে দেখেছিল খুব কাছাকাছি
আজ অনেক বছর পরে
তারা কেউ পৌঢ় কিংবা বৃদ্ধের কাছাকাছি ;
তাদের হাতে আজ মখমলে রুমাল
তাদের আক্ষরিক পরিচয়
তারা সবাই পোঁদমারা লোক!

ওহ! আমি দুঃখিত
আমাকে মাফ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০২ রা মার্চ, ২০২৩ ভোর ৬:১১

দেশ সেবক

রাইফেল কাধে নিয়ে পতাকা উঁচিয়ে
যে নবীন ঘর ছেড়েছিল,
প্রিয়তমার চোখের জল মুছিয়ে যে যুবক যুদ্ধে গিয়েছিল,
যে কিশোর গ্রেনেড হাতে মৃত্যুকে দেখেছিল খুব কাছাকাছি
আজ অনেক বছর পরে
তারা কেউ পৌঢ় কিংবা বৃদ্ধের কাছাকাছি ;
তাদের হাতে আজ মখমলে রুমাল
তাদের আক্ষরিক পরিচয়
তারা সবাই পোঁদমারা লোক!

ওহ! আমি দুঃখিত
আমাকে মাফ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০২ রা মার্চ, ২০২৩ ভোর ৬:০৯

বাড়ে মনস্তাপ

নিজেকেই নিজে গুম করে
নিখোঁজ সংবাদ সেঁটে দিয়েছি দেয়ালে,
আমি নেই তবু যেন আশা বেঁচে থাকে
তাই ভালো আছি তাও জানিয়েছি
কল্পিত বেখেয়ালে।

এভাবে কে আর কতকাল বেঁচে থাকে বলো!
বিরহ-রাত্রী শুষে নেয় যৌবন-পাপ,
দিন যত যায়, যত যায় সময়
ততো বাড়ে জীবনের দায়
বাড়ে মনস্তাপ।

২৩শে ফেব্রুয়ারী ২০২৩
নিউক্যাসল, যুক্তরাজ্য। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০২ রা মার্চ, ২০২৩ ভোর ৬:০৮

প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা

ভালোবাসা দিয়ে শুরু হোক প্রতিটি দিন, প্রেম দিয়ে শুরু হোক প্রতিটি দিন।

শুভ সকাল বন্ধুরা।

কেউ জানেনা

অভিমানের সুঁতোয় বাঁধা একটি ঘুড়ি
তোমার নীলে ভাসছে উড়ে সারা দুপুর,
সেই ঘুড়িটি তোমার বুকে কেমন আছে?
তুমিওনা,
ঘুড়িওনা,
কেউ জানেনা!

একটি নাটাই,
একটি দুপুর,
কিংবা নীলের একটি আকাশ;
কার কতটুক বিষাদ নিয়ে সেই ঘুড়িটা
দুপুর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০২ রা মার্চ, ২০২৩ ভোর ৬:০৬

তোমাকে ভালোবাসার পরে

এই আধার ঘুচিয়ে না কোনদিন!
একমাত্র তুমিই জ্বালাতে পারো আলো
নিপতিত কর্দমা থেকে তুলে নিয়ে
দিতে পারো স্বর্গোদ্যান।

তোমাকে ভালোবাসার পরে
অন্ধকারের প্রতি যে প্রেম ছিল আমার
নিঃসঙ্গতার প্রতি যে মায়া ছিল
সেসব এখন দূরতম স্মৃতি।

উপেক্ষার অযাচিত গ্রাস কখনো এনোনা দু'চোখে,
যতবার তাকাবে ততোবার থাকে যেন প্রেম
থাকে স্পর্শের আকাঙ্ক্ষায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

হৃদয় আমার শিকল পরা পাখি

আমি কি আর আমার মধ্যে থাকি!
আমিতো আমায় রাখি
আমার কাছাকাছি।

চোখের ‘পরে হাত পড়ে না আমার
মেঘগুলো সব চোখের 'পরে ভাসে,
তাকে আমি ডাকিনা কাছে
হাত বাড়িয়ে ছুঁইনা আশেপাশে
তবু হাতগুলো সব তাকেই ছুঁয়ে থাকে।

মনের মাঝে জমতে থাকে ধুলো
অভিমানের আকাশ ভীষণ ভারী
হাত বাড়িয়ে যাচ্ছি ছুঁতে যাকে
নিস্ফলা হাত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪

হৃদয় আমার শিকল পরা পাখি

আমি কি আর আমার মধ্যে থাকি!
আমিতো আমায় রাখি
আমার কাছাকাছি।

চোখের ‘পরে হাত পড়ে না আমার
মেঘগুলো সব চোখের 'পরে ভাসে,
তাকে আমি ডাকিনা কাছে
হাত বাড়িয়ে ছুঁইনা আশেপাশে
তবু হাতগুলো সব তাকেই ছুঁয়ে থাকে।

মনের মাঝে জমতে থাকে ধুলো
অভিমানের আকাশ ভীষণ ভারী
হাত বাড়িয়ে যাচ্ছি ছুঁতে যাকে
নিস্ফলা হাত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২১

হৃদয় আমার শিকল পরা পাখি

আমি কি আর আমার মধ্যে থাকি!
আমিতো আমায় রাখি
আমার কাছাকাছি।

চোখের ‘পরে হাত পড়ে না আমার
মেঘগুলো সব চোখের 'পরে ভাসে,
তাকে আমি ডাকিনা কাছে
হাত বাড়িয়ে ছুঁইনা আশেপাশে
তবু হাতগুলো সব তাকেই ছুঁয়ে থাকে।

মনের মাঝে জমতে থাকে ধুলো
অভিমানের আকাশ ভীষণ ভারী
হাত বাড়িয়ে যাচ্ছি ছুঁতে যাকে
নিস্ফলা হাত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোহাম্মদ বাসার, ৩০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৪

খন্ড কবিতাঃ

১।

আমাকে যারা অভিসম্পাত দেয়, দেবে
তারাও আমাকে ভালোবাসে,
আমি অনায়াসে তাদের হাতে ফুল তুলে দেই
দিয়ে ভুলে যাই।
ভালোবাসলে ক্ষমা করে দিতে হয়
আমি ভালোবেসে তাদের ক্ষমা করে দেই
এবং ভুলে যাই।

২।

তুমি আমাকে বলতেই পারো
তোমাকে প্রলুব্ধ করেছি বলে আমার আত্মপীড়ন হবে,
তোমাকে কখনো ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছি মনে পড়েনা;
কিন্ত নিঃসঙ্গ এক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৬১২৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ