somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

স্বপ্ন

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নীরব সুর

লিখেছেন মন্ডল দাদা, ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৮

নীরবতা ভীষণ দুচোখ জুড়ে
আছড়ে জল পড়ছে ধীরে,
আড়ালে বিশাল নদীর বুকে
মিশে যায় ডেউয়ের সুরে।

কান্না খেকো রাত যে আমার
জোনাক বলে সঙ্গী তোমার,
প্রতি প্রীতির শেষে যে তাহার
কষ্টের রোলেই ভীষণ আহার ।

পাশেই বসা ঝি ঝি পোকা
হাজার শব্দে একই কথা,
কষ্ট কি তোর বলরে বোকা
কেনই বা তুই সঙ্গী একা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

বাবুর লোক

লিখেছেন মন্ডল দাদা, ২৯ শে মার্চ, ২০১৮ ভোর ৪:২৯

গোপনে বাবু বুনেছিলাম বন কচু
তোমার ওই কাচারি ঘরের নিচু,
সেই দিন তুলেতে গিয়ে দেখি
খাচ্ছে শুকুর আর নাচছে বেটা বচু ।

রাগ কি কমে বল !
না বলিয়ে দিয়েছে হাত
দিয়েছি জোরে লাথি গুঁতা
পরে অবশ্য চেয়েছে মাপ ,
তাতে কি ? ছাড়িনি এক পয়াসার পাপ।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

দরিদ্র মন

লিখেছেন মন্ডল দাদা, ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৭

আম্রকানন নিঝুম রাত
পাখিরগান অবশ বাত
ফিরেছ আবার অনিশ্চিত সাথ
সঙিন সংকা অস্পষ্ট পথ।

বহুদিন হল দরিদ্র মন
কান্নাখেকো বহুলাংশ শন
খুঁজিয়াছে তাহারে দহনীয় মনন
প্রিয়মিলন সরিল অবসান
হিয়ার সাথে কনিষ্ঠ প্রিয়জন।

বাথিছে সাধ আজ
দেখিয়াছি বুহু সমুখ সাজ
কথিত কথারম্ভ সমন্বিত বাজ
আমার নতুনত্বহীন হয়েছে রাজ।
পুরুখোসা সরস হিয়া
ভিতরে দহন পুরছে পিয়া
হাত ধরেছি মেহেরানি ক্রিয়া
কথন চলবিচল মনেরবিষ নিয়া।

জনাপবাদ মিথ্যাচরণ নিদুক রসদ
ভাবিয়া তুলেছ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

সবাই তোমার

লিখেছেন মন্ডল দাদা, ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৬

"আমি উম্মাদের মত ভাবি
একটা স্বপ্নের খোঁজে
আমি পাগলের মত করি
তোমায় দেখব বলে
আমি মাতালের মত হই
তোমার চোখে জল এলে"

কত না বন্ধনা ছিল এমন
তোমার হাজারও আকুতি
ফুল হয়ে ফুটিয়ে ছিল
হৃদয়ের হাজার ও মিনতি ।

যেদিন প্রথম বাড়িয়ে ছিলে
তোমার দু'টি হাত,
সেদিনও বুঝিনি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

আদরের ঠোঁট

লিখেছেন মন্ডল দাদা, ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

চাঁদের বাঁকা রাতের আধারে
দেখিতে দারুণ নীরব মহুরে,
তেমনি তোমার বাঁকা ঠোঁটে
জাগিয়ে উঠে পরলে নয়নে।

উষ্ণ আবেগ কাঁপা কাঁপা স্বর
দেখিলে জাগে মনেতে ডর
আলত ছোঁয়াই নরম ঘর
কাঁপিয়ে উঠিবে মন ভর ।

হার মানে যে লজ্জাবতী
ছুয়ে দিলেই অনুভূতি,
হাজার কথা ছুঁয়যে রথী
স্বপ্ন বোনে যে কত শব্দি।

এমন করিয়া... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

মিথ্যা স্বপ্ন

লিখেছেন মন্ডল দাদা, ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

রাধা রাধা আর ডাইকো না
শোন ওগো রাই ,
তোমার জন্য রাধার মনে
একটুও জায়গা নাই ।

বহুদিন ধইরা যারে
বান্ধিয়াছ ওই পরাণে,
কেমন করে তোমায় ছেড়ে
উড়াল দিয়ে যাই চলে ।
স্বপ্নে কি ছিল রাই .........||
তোমার জন্য রাধার মনে
একটুও জায়গা নাই ।

যাকে নিয়া বাধবা ঘর
সে কি মনে হাই,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

মায়াবী রাত

লিখেছেন মন্ডল দাদা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

বহুদিন ধরে দেখিনা আমি
তোমার মায়াবী আঁখি
এই চন্দ্রাতে ভরিয়ে গেল যে
তোমার রূপ মাখি ।

আঁচিলে কাটও মনেতে আমার
ভীষণ পোড়া দাগ ,
কহিতে পারিনা দুচোখ বুজিয়া
পরানে যে ভীষণ বাগ ।

চলছি আমি তোমার সাথে
হাঁটছি ধরে হাত,
কিসের আলো, থাকনা আধার
আছেত সাথে রাত।

জানি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

হাছন রাজা

লিখেছেন মন্ডল দাদা, ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

মনের ঘরে তালা দিলে
ওরে রসিক চান
সুপ্ত বাসনাই পাড়ি জমালে
ছাড়িয়ে সোনার আসন ।
দেখাইলা রঙের বাহার ছাড়িয়া
শুন্য হাতে হৃদয় জিতিলা
বহু দিন ধরে খুঁজিয়া তোমারে
পাইলাম না তোমার মনের নোঙ্গর ।

[Born: December 21, 1854, Bishwanath Upazila
Died: December 6, 1922
Parents: Dewan Ali Raja, Hurmuth Jahan Bibi]

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

একটু সুখ

লিখেছেন মন্ডল দাদা, ১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

বহুদিন ধরে দেখিনা তারে
মা ও মায়ের মুখ
বাড়ির আঙ্গিনাই আমায় টানে
মায়ের কমল সুখ ।

শীতের সকালে ভোরের আজানে
বাড়ির উঠানে জুয়ান বুড়ারা
আগুন পোহানোর ছলে
নানাবিধ কথার ফুয়ারা চলে ।

সারাদিন কত মধুর মাখা
স্মৃতি পাতাই পটে আঁকা
পড়ছে মনে অনেক কথা
বেদনাই মুখ অশ্রু গাঁথা ।

শহরের এই কোলাহল ছেড়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

পথচলা

লিখেছেন মন্ডল দাদা, ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৭

রাতের আধার কে জ্যোৎস্না করলাম
সময় ফাঁকি দিবে না বলে ,
দিনের আলোকে সজ্ঞে নিলাম
অনেক পথ বাকি বলে |

সময়ের সাথে আমিও চলেছি
নিজের দাওয়াই বসে ,
দিয়েছিলাম হাত অপরের কাঁথে বলে
অঙ্গার করেছিল আমার জীবনকে ।

আমি উম্মাদ হয়ে গেছি
ভাবুক লোকে পাগল আমি ,
আমার কণ্ঠে নেই তাদের বানী
কষ্ট হয় তবুও আমার কথা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     like!

জীবনের আয়ু

লিখেছেন মন্ডল দাদা, ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

লেখার ধরন টা এখনও আগের মতই
পাঁচটা শব্দ লিখতেই তিনটাই ভুল,
বাংলার ব্যাকরণ টাও ঠিকমত মানে না ,
পড়তে ও শব্দ কোন দিন ওই বেরুলনা ।

অগোছালো জীবনের প্রথম পর্ব টা দারুণ ছিল
মুখের হাসির আড়ালে অভয়ই বেশি কাজ করত,
লুকানো কিছু স্বপ্ন ছিল
স্বভাবটা মিষ্টি হাসিতেই লুকানো ছিল ।

মিথ্যের পর্ব টা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

আশা

লিখেছেন মন্ডল দাদা, ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২২

নিরবে অমর কথা কহে না বাবু
বোলও না মনকে রেখে চায়হিও শুধু ,
বেজে ঢাক বল কি লাভ মন কি সাধু
ঢাকো ঢাক ঘরে ফেরো শান্ত রাহু ।

জানিলে ভব দাতা
নাহি মাফি, দেবে সাজা
সবই জানে মনের রাজা
খোঁজে তবু বনের খাঁচা ।

পেয়েছে বুজি নতুন দিশা
মন আজ হারিয়ে প্রভুর নেশা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

সংশয়

লিখেছেন মন্ডল দাদা, ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

মিছে নিলের নিলান্তরে
পাষাণ হৃদয় অন্ত পুরে,
পাখাই মেখে নীল ঘুমের ঘোরে
বেজাই খুশি লোকান্তরে ।

কাটছে দিন সংশয়ে
সঙ দিয়ে আড়াল করে,
মরছে বিষে নীল হয়ে
মুখ রাঙাই আলতা দিয়ে ।

কিসের নিশাই মত্ত হয়ে
ভাবছে ভেলা আসবে ফিরে,
তিরের বেদন বুকে নিয়ে
যাই কি বেলা নিজও বনে ।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

মন ও আমি

লিখেছেন মন্ডল দাদা, ০২ রা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪


হারিয়ে আমি নিজও সত্তা
লুকিয়ে রেখেছি মনের রত্না
আপনার ভয়ে নিচ্ছে রফতা
দেখেনি বলে স্বস্থিতে করতা ।

বলেনি মন এতদিন মোরে
ভাবিয়া তুলেছে বংশ ভরে
তাকাইনি চোখে একটু দুরে
আছে বলে বল নিজ স্বরে ।

হেনেছে আঘাত আজ শরীরে
হাসছে দুরে মন পিঞ্জরে
সইবে কত নীরব সুরে
মন আর আমি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

মনও মেঘ

লিখেছেন মন্ডল দাদা, ৩১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

মন আজ ব্যাকুল বনে
ছুটছে দারুন অন্ত পুরে,
করছে নিত্য সর্ব জুড়ে
খেয়াল হীন বন মনে ।

বুহুদিনের স্যওলা পড়া
উঠান জুড়ে পিচ্ছিল ছড়া
আবরণে সবুজ ভরা
মন ও পানির আলত ছোঁয়া ।

মন আকশে মেঘের ভেলা
ঝরছে মেঘ হবে খেলা
হারিয়ে যাই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২০৫৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ