লিংকটা হচ্ছে
Click This Link
আমি তেমন কিছু জানিনা, তবু একটু বোঝার চেষ্টা করলাম লেকচারটা।
** প্রথমে তিনি নাস্তিকদের অভিনন্দন জানিয়েছেন কারণ, "সে খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান, সে হিন্দু কারণ তার বাবা হিন্দু"। একজন নাস্তিক যুক্তিতর্ক দিয়ে পিতৃধর্ম ত্যাগ করে তাই।
কিন্তু একথা বলেননা যে সে মুসলিম কারণ তার বাবা মুসলিম। বাজে তর্ক।
এরপর বিভিন্ন বিষয় নিয়ে পেচিয়ে এসেছেন 'থিওরী অব প্রোবাবিলিটিতে', 'প্রমান' করার চেষ্টা করেছেন আল্লাহর অস্তিত্ব এই থিওরী দিয়ে। আমার বিশেষ আগ্রহ হয়েছিল এই অংশে। এখানে কুরানের কয়েকটি বৈজ্ঞানিক 'অনুমান' এর কথা বলেছেন যেগুলো ১৪০০ বছর আগে করা হয়েছে। সেগুলো হচ্ছে
১। পৃথিবী গোলাকার
২। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে
৩। সবকিছু পানি থেকে তৈরী
এখন এ তিনটি বিষয়ে কিছু বলি।
**প্রথম কথা হচ্ছে রাসুল এর জন্মের আগে যে দুনিয়াতে জ্ঞান বিজ্ঞান ছিল একথা কেউ মনে করে বলে মনে হয়না। রাসুল এর জন্ম আরবি ১২ ই রবিউল আওয়াল ইংরেজি ৫৭০ খ্রিস্টাব্দ। তার জন্মের ১৪৪০ বছর আগে জন্মেছিলেন পিথাগোরাস যিনি প্রথম পৃথিবী গোলাকার একথা বলেন। এবং এই গ্রীক ধারণা পূর্বদিকে এশিয়ার ইন্ডিয়া পর্যন্ত এসেছিলো। তাহলে এটা কুরআনের অনুমান হয় কি করে, যদি আমরা ধরে নিই রসুলের সময়ে এটা আরবরা জানত?
[কিছু লিঙ্কঃ
http://en.wikipedia.org/wiki/Muhammad (রাসুল এর জন্ম সালের জন্য)
http://en.wikipedia.org/wiki/Pythagoras (পিথাগোরাস এর জন্ম সালের জন্য)
http://en.wikipedia.org/wiki/Spherical_Earth (গোলাকার পৃথিবী ধারণার উৎপত্তি ও বিকাশ)
]
** দ্বিতীয় ব্যাপার একই। খ্রিস্টপূর্ব ৫০০ সালে জন্মানো আনাজাগোরাস ক্লাজোমিন এটা বলেছেন। খ্রিস্টপূর্ব ৪০০ সালে পিথাগোরাস ও একই কথা বলেছেন। এটা রসুল এর জন্মের প্রায় ১০০০ বছর আগের কথা।
[লিঙ্কঃ
Click This Link (চাঁদের সূর্যের আলো প্রতিফলন)
]
** তৃতীয় ব্যাপারটা এতো হাস্যকর! সবকিছুর উৎপত্তি 'পানি' থেকে। এই পানি কোন পানি? কি দিয়ে তৈরী ওই পানি? এর কোনো ব্যাখ্যা তিনি দেননি, কিন্তু এটাকে সঠিক ধরে তার 'প্রোবাবিলিটি' এর অংক ঠিকই করে গেছেন।
তাহলে যদি ধরে নিই যে রাসুল এর সময়ে এইসব মানুষের জানাই ছিলো তাহলে এগুলো কুরআনের অনুমান হয় কি করে?
---------------------------------****-----------------------------
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ দুপুর ২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




