এই ব্লগ টা আমার আমি শিরোণাম দিয়েছে কারণ এইখানে আমার কিছু বায়োডাটা লেখা আছি। আশা করি বাংলা লিখতে বেশি সময় লাগবে না।
আমার নামঃ নাজমুল আলম
আমার জন্মঃ ২রা জুলাই, রবিবার
বয়সঃ ১৮
আমার ডাকনামঃ নাজ, নাজ্জী, প্রিন্স
ইন্টারনেট আইডিঃ অনলাইন ক্রাশারস
উচচতাঃ ৫' ৯''
জন্মের শহরঃ মেহেন্দিগঞ্জ, বরিশাল
কম্পানি নামঃ ব্লুশেল
ভাষাঃ বাংলা, ইংরেজী, ফ্রেন্চ, আরবি, হিন্দি, উরদু, আইরিশ
প্রিয় খাবারঃ ইলিশ মাছ ভাজা, ডাল, বার্গারস, ফ্রাইস, নুডলস, স্টেইক। আমি সব প্রকারের খাবার খেতে পছন্দ করি। হারাম টা বাদে আমি এই পৃথিবীর সব ধরণের খাবার খাব। ইটালিয়ান খাবার আমার খুব পছন্দ।
ভবিষ্যতঃ আইটি এনালিস্ট, স্কিরিপ্টিং, ওয়েব ডিজাইন
পড়াশুনাঃ কলেজ
প্রিয় বিষয়ঃ অংক, টেকনিকাল গ্রাফিক্স, ফ্রেঞ্চ
আর লিখতে ইচ্ছা হচ্ছে না। আমার ওয়েবসাইট এ গেলে সব পাওয়া যাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



