এখন প্রায় সুর্য উঠে উঠে এখানে, ঘড়ির কাটায় ২৫ টু ৭ সকাল হয়ে। গুগল এ কি যেন বাংলায় সার্চ করতে মনে হল, তাই বাংলায় আমি যেই শহরে জন্মগ্রহন করেছি সেই শহরের নাম লিখে সার্চ বাটনে ক্লিক করা মাত্রই একটা সার্চ রেজাল্ট এই ব্লগ এর সাথে সংযুক্ত হয়ে গেল। মনে পরে গেল সেই ছয় সাত মাস আগের কথা, যখন আমি এখানে কয়েকটা ব্লগ পোস্ট করে কোথায় যেন হাড়িয়ে গেলাম। সত্য বলতে কি আমি আমার ইন্টারেস্ট টা হাড়িয়ে ফেলেছিলাম এখানের উপর। কোন কারন নেই এর পেছনে, একটা অভিয়াস উত্তর আছে যে আমি আমার নিজসব ব্লগ ইউস করি। আমি সেখানেও তেমন নিয়মিত ব্লগ করি না। কিছু স্পেসাল হলে ব্লগ করি, মাঝে মাঝে ব্লগের সীমা এত বড় হয় যখন পোষ্ট টা পড়তে বসি তখন চোখ দানা দানা হয়ে উঠে।
আচ্ছা আসল কথায় আসি। আমি এখানে ফিরে এসে খুব ভালই ফীল করছি। আবার চলে যাব কিনা জানি না। আমার একটা অভ্যেস আছে কিছুর উপর তাড়াতাড়ি ইন্টারেস্ট হাড়িয়ে ফেলার। আশা করি এই সাইট এর উপর তেমন একটা প্রভাব ফেলবে না।
অনেক দিন পর বাংলা টাইপ করলাম। বাংলা ভাষাকে প্রায় হাড়িয়ে বসেছি। বাংলা লেখায় একসময় খুব পারদর্সি ছিলাম কিন্তু এখন কিছু লিখতে অনেক সময় লাগে। মাঝে মাঝে বানান ও ভুল করে বসি। এখানে ভালই লেখেছি বোধহয়।
আচ্ছা আপনারা কেউ যদি এই পোষ্টটা পড়ে থাকেন, কেউ কি দয়া করে বলবেন আমি "উত্তর" বানান টা কেন সঠিক ভাবে লিখতে পারছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



