এক গ্রামে জমির আলী নামে এক বৃদ্ধ লোক ছিলেন। তার বয়স ছিল ১১০ বছর। এত বয়সের মানুষ গ্রামে আর ছিল না। তাই তার বেশ গর্ব ছিল বয়স নিয়ে এবং তিনি সবাইকে তার বয়স জানান দিতেন। কারো সাথে দেখা হলেই বলতেন-
আসসালামুআলাইকুম, আমি জমির আলী- ১১০, আপনার কত?
এরকম যাকেই পেতেন তাকেই বলতেন, আসসালামুআলাইকুম, আমি জমির আলী- ১১০, আপনার কত?
একদিন তিনি গেলেন পাশের গ্রামে। সেখানে দেখেন আরেক বৃদ্ধ বটগাছের তলায় বসে কাঁদছে।
তিনি তার কাছ যেয়ে বললেন, আসসালামু আলাইকুম, আমি জমির আলী- ১১০, আপনার কত?
লোকটা বিরক্ত হয়ে বললেন, জমির আলী- ১১০ মানে কি?
জমির আলী একটু ভাব নিয়ে বললেন, আমার বয়স ১১০; আপনার কত?
বৃদ্ধ এবার একটু মুচকি হেসে বললেন, আমার বয়স ১২০
জমির আলীর মাথায় বাজ পড়লো
বৃদ্ধ বললেন, আমার বাবা বকেছে।
জমির আলীর মাথায় আবার বাজ পড়লো
বৃদ্ধ বললেন, দাদার সাথে বেয়াদবি করেছি তাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


