somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নকল ( গেঁদু চাচার খোলা চিঠি।

০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয়,
দেশ নেত্রী, জাতির জনকের কন্যা, আগামি কালকের প্রধান মন্ত্রী, ১৫ কোটি মানুষের নয়নের মনি, গনতন্ত্রের অগ্নিকন্যা- শেখ হাসিনা। পরথমে গ্রাম বাংলার অধম নরাধমদের পক্ষ হইতে এই নাখান্দা, নালায়েক, নিকম্মা নকল গেদু চাচার শত কুটি সালাম গ্রহন করিয়া বাধিত করিবেন।

মহান রব্বুল আলামিনের দরগায় হাজার ও শুকরিয়া জানাই যে তাইনে আফনেরে আবার এই রাজ্য শাষণ করিবার সৌভাগ্য প্রদান করিয়াছেন।

মারে- আমাগো রহমানের বাবায় কয় আপনি নাকি ৭০ এ আমাগো ভাই মুজিব মিয়ার মত জাতিরে স্বপ্ন দেখাইয়া চমক লাগাইছেন!

ভাতিজা, রইব্বা কই আপনি নাকি এইবার জনগনের দুঃখ কষ্ট দুর করিতে নয়া চিন্তাধারা কাজে লাগাইবেন হের লাইগা পাবলিকে আফনেরে ভুট দিছে, আমাগো মইত্যার মায়ে কই খালেদা মায়ের ব্যার্থতা নাকি আফনেরে সফলতার পথ দেখাইছে।

মারে--- বাতাসে নানা কথা ভাইসা বেরাই! বয়স হইছে হগল কথা হুনবার পারিনা- তই ভাতিজা কাসেম্যা ফুন করিয়া কইলো আইজ তালাইমারীতে নাকি কুন কলেজে আফনার সোনার ছেলেরা পিডাইয়া ১১জন আদম সন্তানরে হুইায়া ফালাইছে! মারে এই রহম চল্লে আপনার ফুচার নাকি আন্দার হইয়া যাইবো। পাবনা থৈইক্যা ভাতিজা হাই কইলো হ্যাগো নিতা কম্মিগো নাকি মারতাছে, ২ডা আদম সন্তানরে নাকি জেলা সদরে পাডাইয়া দিছে।বাগেরহাটে ভাতিজা কালামের বসৎ বাড়িতে আক্রমন করছে আফনের সোনার ছেলেরা। সপরিবারে ভাতিজা আহত হইছে! নোয়াখালিতে ও ভাতিজা হেলাল, বেলাল কে উত্তম মাদ্যম দিছে আফনের সোনার ছেলেরা। মারে দেশের প্রাই সবখানে অনেক নাজুক ভাবে আইন শৃক্ষলা ভংগ হইতাছে!

কাইল রাইতে ৫ জেলাই ডাকাতি হইছে! লোকমুখে সুনতাছি নখশাল নাকি আবার মাথাচারা দিয়া উঠবো। মারে দক্ষিণ্চাল থেকে ভাতিজারা কইতাছে এক কালে নাকি নখশালের দাপটে তাগো খাওয়া ঘুম আছিলোনা-- হেরা ডরাইতাছে বামপন্থীগো লইয়া! কারন নখশাল নাকি তাগো আমানত।

মারে,, জননী আমার, আইজ আল্লাই দিলে পধান মন্ত্রী। সংসদের নেতা। আফনের কাছ থেকে জাতি দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কাইল আফনে সাম্বাদিক ভাতিজাগোরে যেইভাবে কইলেন তাতে কেউ কেউ খুশি হইলে ও অনেক ভাতিজারা হতাশ হইছে.।

(দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সমর্থকরা চারদলীয় নেতা-কর্মীদের নির্যাতনের শিকার হচ্ছে অভিযোগ করে তাদের সংযত আচরণ করার অনুরোধ জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ময়মনসিংহের গফরগাঁও ও ফুলবাড়িয়া, পাবনা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চারদলীয় জোটের নেতা-কর্মীরা আওয়ামী লীগের সমর্থকদের ওপর হামলা করছে, তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে। এবার বিশাল সংখ্যা নিয়ে সংসদে এসেও আমরা শান্তি রক্ষার চেষ্টা করেছি। অথচ দেখি উল্টো আমাদের লোকরাই নির্যাতনের শিকার হচ্ছে।"

হাসিনা বলেন, "এই ধরনের উস্কানীমূলক কাজ করার কারণ কী? এরপরও এধরনের ঘটনা ঘটতে থাকলে আমি আমাদের নেতা-কর্মীদের কিভাবে আটকে রাখব?

"আমি চারদলীয় জোটের নেতা-কর্মীদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানাব)। মারে জননী আমার আফনের কথা গুলান কেমন একপাইশা হইয়া গেলোনা?? উপরের কথা গুলান আফনে ই কইছিলেন।

মা জননী,
সারা দেশের মানুষ চাই শান্তি, হরতাল মুক্ত শোষণমুক্ত একটা সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ। যেখানে হানাহানি মারামারি থাকবেনা। একে অপরের সাথে ভ্রাত্বতের বন্ধনে আবদ্ধ থাকবে। বৈষম্য থাকবে না ধনী গরিবের, ভেদাভেদ থাকবেনা ধর্ম বর্নের।

মারে- জননী আমার, আজ যারা এদের কে মারতাছে এরা ও একবার এদের হাতে মাইর খেয়েছে নিশ্চয়! আবার যদি আইজ যারা মাইর খাচ্ছে তারা ক্ষেমতায় আসে তাইলে এই ভাতিজারা আবার মাইর খাইবো--- !!! মারে এই অধমের সওয়াল এই দেশ থেকে কি হানাহানি, মারামারির রাজনিতী বন্ধ হবেনা?? মারে অনেক ভাতিজায়ে কই আফনের নাকি উচিৎ আছিলো খালেদা মায়ের লগে নিজে থেকে একটু যোগাযোগ করা, অনেক ভাতিজায়ে কই খালেদা মা আফনেরে ফুল দিয়া শুভেচ্ছা জানিয়ে দূত পাঠাতে পারতো, মাইনষের মনে এমন ধারনাই হয়েছিলো বিগত ২ বছরের বাস্তবতা থেকে। কিন্তু কই আফনেরা পৈহেলা আপ- পৈহেলা এর চক্করে তো ট্রেন ই ছুডাইয়া ফালাইলেন! আফনেগো জ্বিদ এর কারনে আইজ তমাৎ কত্ত লুকের সলিল সমাধি হইছে এইটা যদি আফনেরা ২ মা জননী একবার ভাবতেন??

মারে-- বাতাসে ভাইষা আসা সংবাদ, লোকের মুখে শুনি, পরের পোলাপাইনের জন্য নাকি আফনেদের দরদ নাই! মা আবু'র বাপে কইলো নিতাগের ছেলেপুলে বিদেশ থাহে উগের কি?? উগের তা তো মরেনা-- মারে তার এই কথার মাঝে খেদ ছিলোরে মা।

মারে আমি নালায়েক নাখান্দা আর কি বলবো?? আফনেরা চাইলে দেশে শান্তি আসতে পারে। বন্ধ হতে পারে মারামারি হানাহানির রাজনিতী। জননী আমার আপনাকে মনে রাখতে হবে জাতি আপনাকে বিশ্বাষ করেছে। তাদের জীবণ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের নেই। মারে ভুলে যাবেন না যে ক্ষমতা চিরস্থায়ী নয়। চাবি জন গণের হাতে।

জননীদ্বয়---
আপনাদের একটু ভাগে কম পরলে ও একটু সমোঝতা করেন। মারে কেউ আপনাদের ছোট বলবেনা-- বরং যে আগে হাত বাড়িয়ে দেবেন তাকে জাতি শ্রদ্ধা ভরে স্বরণ রাখবে আজীবণ।

মারে,,,
আপনারা ই পারেন দেশে শান্তি আনতে, আপনাদের যৌথ উদ্যোগ একটি সুখি সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে যথেষ্ঠ। দেশবাশী আপনাদের সাথে আছে থাকবে।

মারে অধমের অক্ষর গ্যান কম। লেখার মাঝে অনেক ত্রুটি থাকতে পারে নিজ গুনে ক্ষেমা করবেন, আইজ এই পর্য্ন্ত -- ইতি ১৫ কুটি আদম সন্তানের পক্ষ থেইকা--- নরাধম, নালায়েক, স, ই, ক, নকল গেদু।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৎ মানুষ দেশে নেই,ব্লগে আছে তো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮








আশেপাশে সৎ মানুষ কেমন দেখা যায়? উনারা তো নাকি একা থাকে, সময় সুযোগে সৃষ্টিকর্তা নিজের কাছে তুলে নেয় যা আমাদের ডেফিনিশনে তাড়াতাড়ি চলে যাওয়া বলে। আপনি জীবনে যতগুলো বসন্ত... ...বাকিটুকু পড়ুন

গরমান্ত দুপুরের আলাপ

লিখেছেন কালো যাদুকর, ২৮ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৯




মাঝে মাঝে মনে হয় ব্লগে কেন আসি? সোজা উত্তর- আড্ডা দেয়ার জন্য। এই যে ২০/২৫ জন ব্লগারদের নাম দেখা যাচ্ছে, অথচ একজন আরেক জনের সাথে সরাসরি কথা... ...বাকিটুকু পড়ুন

রাজীব নূর কোথায়?

লিখেছেন অধীতি, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:২৪

আমি ব্লগে আসার পর প্রথম যাদের মন্তব্য পাই এবং যাদেরকে ব্লগে নিয়মিত দেখি তাদের মধ্যে রাজীব নূর অন্যতম। ব্যস্ততার মধ্যে ব্লগে কম আসা হয় তাই খোঁজ-খবর জানিনা। হঠাৎ দু'একদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

×