যে কোন সৃষ্টিশীল কাজেই আনন্দ, একটা গল্প লেখা, একটা কিছু বানানো, ছবি আঁকা, ছবি তোলা অথবা কবিতা লেখা, আচ্ছা আপনি কি কবিতা লিখে আনন্দ পান?
আমি ছবি তুলে আনন্দ পাই প্রচুর কিন্তু আমার আয়তন পরিধি পরিবেশ পরিস্থিতি সীমিত তাই ছবি তুলে বড় ধরণের কোন কারিশমা আজ অবধি দেখাতে পারিনাই , যে ভাবে আমাদের দেশের অনেক ফটোগ্রাফাররা তাদের কাজের মাধ্যমে এগিয়ে গিয়েছেন, ওসব ছবি দেখলে মনেহয় আহারে এই রকম একটা ছবি যদি তুলতে পারতাম! আমার যদি ড্রোন থাকতো! কিংবা আমি ও যদি রাশিয়ার বৈকাল লেক এর পাথরের রিফ্লেকসনের সবুজ আলো তুলতে পারতাম! যদি আইসল্যান্ড এর বরফের পানির দেয়াল, অথবা কলম্বিয়ার টাটাচোয়া মরুভূমির ছবি তোলা যেত। মানুষের এক জীবনে কত কত আশা!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৮