কতো পথিক হেটে যায়
কতো পথিক হেটে যায়
কভু পড়েনি মনে
ফুল ধরেছে সুন্দর কতো
গজারির বনে ॥
ফুলগুলো তার ঝাপটা হাওয়া'র পালে
লাটিমের মতো উড়ছে দুলে দুলে
শুকনো ফুলগুলো তার যেনো
তারা হয়ে ঝরে বনে বনে
কেউ কি তারে দেখেছে হায়
কোন অনুক্ষণে ॥
চৈত্রের বিকেলে সুবাস ছড়ায় বাতাসে
মাতাল করে তার চারি পাশে
সুযোগ পেলেই গাছগুলো হায় কেটে নিয়ে... বাকিটুকু পড়ুন



