দেয়াল শিল্প
ছবি-নেট থেকে নেয়া
দেখেছো বন্ধু ,এই শহরের দেয়াল জুড়ে,
শত হাজার কবিতা ছাপানো হয়েছে আজ,
যেন দেয়ালগুলো জীবন্ত হয়ে উঠছে মুহূর্তেই,
দেখ বুকের ক্ষতগুলো দেয়াল বেয়ে কেমন ঝড়ছে!
দেখেছো তুমি শহরের রাজপথগুলো?
তাজা তরুণ , বৃদ্ধ,শিশুদের রক্ত দিয়ে সেজে উঠে ছিলো সে জুলাই।
বাতাসে বারুদ ,রাবার বুলেট, টিয়ার শেলের মোহিতে
ওঁরাও লুটিয়ে পরে চির নিদ্রায় চলে গেছে।
কিন্তু আমি... বাকিটুকু পড়ুন