একদিন অভিমানি সব চোখ,জলে ভরে উঠবে ।
একদিন তোমারআমার ক্ষোভ ওপারে ফিরবে ।
২৫শে জুলাই ২০২০
একদিন আধাঁর ,আলোকিত করবে সব বোধ।
একদিন তোমারআমার হাসি ,আকাশের নেবে কোল।
২৮শে জুলাই ২০২০
একদিন ধু ধু মরুভূমি , নির্লিপ্ত জানাবে শুপ্রভাত;
সেখানে বালিঝড় ,খুঁজে দেবে হারানো প্রপাত ।
একদিন তোমারআমার তৃষ্ণায় সার্থক হবে জল।
২রা অগাস্ট ২০২০
একদিন কবিতার মত গেঁথে যাবে ,
আমার শব্দমালা তোমার অন্তরে।
২৯শে নভেম্বর ২০২৩