রোজ একটা খোয়াব দেখার আশায়
চোখ দুটি বন্ধ করি
তেমন কিছুই ধরা দেয় না
শুধু সময় হয় গত
তখন ভাবতে থাকি
স্রষ্টা বুঝি এমনই
শুধু কেড়ে নেয়ার উস্তাদ
পরক্ষণেই দেখি ভুল,
মস্ত বড় ভুল,
আসলে উনি যা দিয়ে চলেছেন
তা কি কম?
হিসেব মিলাতে যেয়ে দেখি
স্রষ্টার প্রেম কতটা অফুরন্ত
যা গ্রহণ করতে বারবার হয়েছি ব্যার্থ।
স্রষ্টা প্রকাশ করে দিয়েছেন সমস্ত লুকানো সত্য
আমরা উহা বর্জন করেছি অহংকার বশত
অথবা
অন্য কিছু করার নেশায় ডুবে গেছি
ভেসে গেছি অন্যত্র।
সত্যটা বের করার চেষ্টায়
একটা চিন্তাগ্রস্ত মন নিয়ে চষে বেড়াই
পথের এ মাথা থেকে ও মাথা
সমস্ত দিক হারিয়ে
একটা উত্তর খুঁজে পাই
মরণ আমাকে কখনো মুক্তি দিবে না
যা দিবে
সে আমার কর্ম
অবশ্য কর্মের দু ধরণ
ভালো এবং মন্দ
কোনটা বেছে নিব বলতো ?