প্রেমের বিস্তারিত জানতে চাও
তবে এসো কাছে
খুব ভালো করে চোখে রাখ চোখ
এক হয়ে যাক উপোষী চার ঠোঁট।
হ্যাঁ
হ্যাঁ
এমনভাবে চেপে যাও
যেন সুখে দম বন্ধ হয়ে আসে
ছটফটাতে ছটফটাতে হাত দুটি শুণ্যে ভাসে।
প্রেমের সুরত এবং হাল
এইতো আজকাল !
আরও গভীরে যেতে চাও
তবে একদম মিশে যাও
পিষে যাও
যেমনটা পিষে গম জাঁতাকল
অথবা
ঝোলে ভেজা রুটিতে পড়ে ক্ষুধার্ত কামড়।
আরও
আরও জানতে চাও
তবে শোন,
বেমালুম ভুলে যাও চারপাশের হট্টগোল
তুমি ঠিক জানলে না
কি চাইছে মন
আজ রাতে তোমার নরম হৃদয় এবং বুক
আমার একমাত্র ঠিকানা হোক।
হ্যাঁ
হ্যাঁ
এইতো ধরতে পারলে খুব
শিরদাঁড়া বেয়ে বেয়ে সুনামি
ভেংগে যাক
এ কুল ও কুল
সত্যি বলছি,
তিন কবুল
ভুলে গেছি সমস্ত টাটকা শোক।